পুজো উদ্বোধনে জন্টি রোডসের সঙ্গে দেব ও সৃজিত, ছবি ভাইরাল হতেই জুটল সমালোচনা

শান্তিপল্লী পুজো উদ্বোধনে দেব এবং সৃজিত মুখোপাধ্যায়। দেবের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল। বলেন, একজন বিদেশিও জানে পুজোর সময় কি পড়া উচিত। 

আরজি কর কাণ্ডের পর থেকে পুজো বয়কটের ডাক দিয়েছেন অনেকে। ন্যায় বিচার না পেলে পুজো হবে না বলে জানিয়েছিলেন বহু মানুষ। কিন্তু, সময়ের সঙ্গে হালকা হয়েছে প্রতিবাদের সুর। সে কারণে মহালয়া থেকে দেখা গিয়েছে জনজোয়ার। এবার উৎসবের আনন্দে গা ভাসিয়ে কটাক্ষের শিকার হলেন দেব।

গতকাল দেব এবং সৃজিত মুখোপাধ্যায় শান্তিপল্লী পুজো উদ্বোধনে গিয়ে টেক্কার প্রমোশন করলেন। কিন্তু, তারা একা নয় সঙ্গে ছিলেন জন্টি রোডস। শান্তিপল্লীর পুজো উদ্বোধনে গিয়ে, দেব শুধু টেক্কা প্রমোশন করলেন না, গানও গাইলেন। এই ছবি ভাইরাল হতেই শুরু হল সমালোচনা।

Latest Videos

এদিন একদম ফরমাল পোশাকে দেখা যায় দেবকে। উল্টে জন্টি রোডস পরেছিলেন পঞ্জাবি। এই দেখে কেউ বলেন, একজন বিদেশিও জানে পুজোর সময় কি পড়া উচিত। আবার কেউ বলেন, পৃথিবীর বিখ্যাত অভিনেতা ফিল্ডার এবং বিখ্যাত পরিচালক সবাইকে তো একসঙ্গে দেখছি। কারও কথায়, ঘাটালহাসী করে যে এর মুখে পুরস্কার থুড়ে মারবে।

এদিকে পুজোয় আসছে দেবের টেক্কা। সৃজিত পরিচালিত এই ছবিতে আছেন স্বস্তিকাও। সদ্য এই টেক্কার মুক্তি নিয়ে বিতর্কে জড়ান স্বস্তিকা। তিনি উৎসবে ফিরবেন না, কিন্তু পুজোতে ছবি রিলিজ করছেন, এই নিয়ে অনেকেই গলা তুলেছিলেন। উত্তরে স্বস্তিকা বলেন, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কি করছেন না? তেমনই সিনেমাটা আমাদের কাছে কাজ যেটা ওনাদের কাছে বিনোদন।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata