লাল বেনারসি পরে কনের সাজে দেবলীনা, তথাগতকে ভুলে কি ফের বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা ?

সোনালি জড়ির কাজ করা লাল টকটকে শাড়ি, মাথায় টায়রা-টিকলি, গা ভর্তি গয়না, মাথায় ওড়না দিয়ে একেবারে কনের সাজে সেজে ধরা দিলেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনার এই ছবি দেখেই বিয়ের জল্পনা শুরু হয়ে গেছে। 

 

টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী দেবলীনা দত্ত সর্বদাই শিরোনামে থাকেন। কাজের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত কারণে তাকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। সম্প্রতি নয়া ছবি পোস্ট করে ফের শোরগোল ফেলে দিলেন টলি নায়িকা। দিনকয়েক আগেই রাতের বেলা কনের সাজে ধরা দিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবলীনা দত্ত। সোনালি জড়ির কাজ করা লাল টকটকে শাড়ি, মাথায় টায়রা-টিকলি, গা ভর্তি গয়না, মাথায় ওড়না দিয়ে একেবারে কনের সাজে সেজে ধরা দিলেন নায়িকা। দেবলীনার এই ছবি দেখেই বিয়ের জল্পনা শুরু হয়ে গেছে। ছবির ক্যাপশনে লেখা-পথে রয়েছি।

Latest Videos

দীর্ঘদিন বাদে কনের সাজে দেবলীনাকে দেখেই অনুরাগীদের জল্পনা বাড়ছে। এমনিতেই টলি নায়িকাদের বিয়ের ছবি দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। তার উপর আচমকা কনের সাজে দেবলীনাকে দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। ছবিতে লাইক ও কমেন্টের বন্যা। কেউ বলছেন, তুমি কি সত্যি বিয়ে করছ , কেউ আবার লিখেছেন, কী ভাল লাগছে তোমাকে বউয়ের সাজে। আশা করি, তুমি জীবনে ভাল জীবনসঙ্গী পাবে। তবে কি সত্যিই তথাগতকে ভুলে বিয়ের পিঁড়িতে বসছেন দেবলীনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

 

 

তথাগত ও দেবলীনার সম্পর্ক এখন অতীত। ২০২১ সালে তথাগত ও দেবলীনার বিচ্ছেদের খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। গত ১২ বছরের সম্পর্কে ভেঙে বেরিয়ে আসেন দুজনে। তবে দেবলীনা ও তথাগত আলাদা থাকলেও এখনও পর্যন্ত আইনি মতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। একসঙ্গে ছবিও করেছেন তারা। বর্তমান যে যার কাজেই ব্যস্ত রয়েছেন। তবে সূত্র বলছে,তথাগত অতীত হলেও এখনই ছাদনাতলায় আসছেন না নায়িকা। বরং দেবলীনার নতুন ছবি ম্যারেজ অ্যানিভার্সারির ঝলক এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত ও সুজন নীল মুখার্জিকে। এছাড়া থাকছেন ইন্দ্রাণী ঘোষ এবং ডক্টর সুজয় বিশ্বাস। অসময়বয়স্ক দাম্পত্যের গল্প নিয়েই এই সিনেমা। ছবির মুখ্য চরিত্র বিপাশাকে বিয়ে করেন ২৫ বছরের বড় অরুণাভ। তবে দেখতে আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক মনে হলেও ভিতরে চলতে থাকে নানা সমস্যা। তবে আচমকাই ঘটে ছন্দপতন। তাদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে সবটা যেন মুহূর্তে বদলে যায়। আসলে আমাদের চারপাশে এমন কিছু সম্পর্ক আছে যাদের দেখলে ভীষণ সুখী মনে হয় কিন্তু সেই সম্পর্কের অভ্যন্তরে রয়েছে অন্য একটি দিক। এবং বিপাশা ও অরুণাভর একই অবস্থা। তবে তাদের পরিণতিও কি আর পাঁচটা সম্পর্কের মতো হবে। নাকি সব বাঁধা-বিপত্তি কাটিয়ে তারা নতুন ভাবে বাঁচবে। সেই রহস্যের জট খুলতে আসছে ম্যারেজ অ্যানিভার্সারি। ওটিটি-তে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবির।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী