শঙ্খ বাজানোর পর এবার মোমবাতি বিতর্ক, প্রতিবাদ মঞ্চে এসে ট্রোলিং-র শিকার ঋতুপর্ণা

সদ্য প্রতিবাদ মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। ছিলেন আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে। সেখানে এসে মোমবাতি জ্বালান। আর তারপরই ট্রোলিং-র শিকার হতে হয় তাঁকে।  

Sayanita Chakraborty | Published : Aug 25, 2024 10:35 AM IST

অভয়ার জন্য বারে বারে প্রতিবাদ করছেন সাধারণ থেকে সেলেব সকলে। মোমবাতি নিয়ে কেউ রাস্তায় হেঁটেছেন তো কেউ জাস্টিস ফর আরজি কর বলে আওয়াজ তুলেছেন। তেমনই কেউ প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা।

তবে, এই সবের মাঝে ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কেড়েছে। তিনি শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছিলেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। তবে, তিনি শঙ্খ বাজাচ্ছেন নাকি ঠোঁটে শঙ্খ স্পর্শ করছেন তা বোঝা দায় ছিল। তা নিয়ে সকলেই সমালোচনা করে। কেউ বলে তিনি শাঁখের গায়ে চুম্বন করছেন তো কেউ বলেন শঙ্খ দিয়ে জল পান করছেন। আর এবার প্রতিবাদ করতে মোমবাতি জ্বালান নায়িকা।

Latest Videos

সদ্য প্রতিবাদ মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। ছিলেন আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে। সেখানে এসে মোমবাতি জ্বালান। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে তাঁর মুখ থমথমে। একটি মোমবাতি নিয়ে আগুন ধরালেন। তা অনেক কষ্টে সামনে রাখা ট্রে-তে পুঁতে দিলেন। এই ভিডিও ভাইরাল হতে ফের ট্রোলিং-র শিকার হতে হয় তাঁকে। কেউ বলেন অধিক অভিনয় করছেন ঋতুপর্ণা। তো কেউ বলেন, মোমবাতি জ্বেলে লাভ নেই মোমের বাতি জ্বালান। কেউ বলেন, জলশঙ্খ দিয়ে শুরু মোমবাতি দিয়ে শেষ। আবার কেউ বলেন, অভিনয় করছেন নায়িকা। এভাবে একাধিক খারাপ কমেন্ট পড়ে ঋতুপর্ণার পোস্টে। সব মিলিয়ে ফের ট্রোলিং-র শিকার হলেন নায়িকা। তাঁকে নিয়ে ফের হয়েছে সমালোচনা। প্রতিবাদ করতে গিয়ে বারে বারে কুকথা শুনতে হল নায়িকাকে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |