শঙ্খ বাজানোর পর এবার মোমবাতি বিতর্ক, প্রতিবাদ মঞ্চে এসে ট্রোলিং-র শিকার ঋতুপর্ণা

Published : Aug 25, 2024, 04:40 PM IST
Rituparna

সংক্ষিপ্ত

সদ্য প্রতিবাদ মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। ছিলেন আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে। সেখানে এসে মোমবাতি জ্বালান। আর তারপরই ট্রোলিং-র শিকার হতে হয় তাঁকে।  

অভয়ার জন্য বারে বারে প্রতিবাদ করছেন সাধারণ থেকে সেলেব সকলে। মোমবাতি নিয়ে কেউ রাস্তায় হেঁটেছেন তো কেউ জাস্টিস ফর আরজি কর বলে আওয়াজ তুলেছেন। তেমনই কেউ প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা।

তবে, এই সবের মাঝে ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কেড়েছে। তিনি শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছিলেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। তবে, তিনি শঙ্খ বাজাচ্ছেন নাকি ঠোঁটে শঙ্খ স্পর্শ করছেন তা বোঝা দায় ছিল। তা নিয়ে সকলেই সমালোচনা করে। কেউ বলে তিনি শাঁখের গায়ে চুম্বন করছেন তো কেউ বলেন শঙ্খ দিয়ে জল পান করছেন। আর এবার প্রতিবাদ করতে মোমবাতি জ্বালান নায়িকা।

সদ্য প্রতিবাদ মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। ছিলেন আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে। সেখানে এসে মোমবাতি জ্বালান। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে তাঁর মুখ থমথমে। একটি মোমবাতি নিয়ে আগুন ধরালেন। তা অনেক কষ্টে সামনে রাখা ট্রে-তে পুঁতে দিলেন। এই ভিডিও ভাইরাল হতে ফের ট্রোলিং-র শিকার হতে হয় তাঁকে। কেউ বলেন অধিক অভিনয় করছেন ঋতুপর্ণা। তো কেউ বলেন, মোমবাতি জ্বেলে লাভ নেই মোমের বাতি জ্বালান। কেউ বলেন, জলশঙ্খ দিয়ে শুরু মোমবাতি দিয়ে শেষ। আবার কেউ বলেন, অভিনয় করছেন নায়িকা। এভাবে একাধিক খারাপ কমেন্ট পড়ে ঋতুপর্ণার পোস্টে। সব মিলিয়ে ফের ট্রোলিং-র শিকার হলেন নায়িকা। তাঁকে নিয়ে ফের হয়েছে সমালোচনা। প্রতিবাদ করতে গিয়ে বারে বারে কুকথা শুনতে হল নায়িকাকে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার