
গতকাল থেকে খবরে বাংলাদেশ। দুপুর ১টা ৬ মিনিট নাগাদ রাজধানী ঢাকায় একটি কলেজের ওপর ভেঙে পড়ে একটি বিমান। খবর, ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১৯ জনের। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে ২৭। এই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান সকলের। বর্তমানে চলছে উদ্ধার কাজ। শেষ পাওয়া তথ্য অনুসারে, ঘটনায় আহত প্রায় ৫০ জন। ফায়ার ডিফেন্স এবং সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তা জানিয়েছেন। এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করলেন বাংলাদেশের একাধিক তারকা। দেখে নিন কে কী বললেন।
কেয়া পায়েল জানান, মাইলস্টোনের জন্য প্রার্থনা। জিয়াউল ফারুক অপূর্ব বলেন, আমার প্রার্থনা রইল তাঁদের সঙ্গে। দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।
অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, এই ঘটনা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।
ফারহান আহমেদ জোভান বলেন, আল্লাহ তুমি বাচ্চাদের সহ সকলকে রক্ষ করো, মাফ করে দাও। মাইলস্টোন কলেজ ভবনের ওপর ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষক থেকে স্টাফ, অভিভাবক এবং ছাত্রদের জন্য প্রার্থনা রইল।
প্রসঙ্গত, বিমানটি দুপুর ১:০৬ টার দিকে (স্থানীয় সময়) যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণ পরেই, এটি স্কুল প্রাঙ্গণে ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। সোমবার ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণের বিমান ভেঙে পড়ায় কমপক্ষে উনিশ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে ডেইলি স্টার জানিয়েছে । ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশে। ডাঃ অভিজিৎ ডেইলি স্টারকে জানিয়েছেন যে ৫০ জনেরও বেশি পোড়া রোগী চিকিৎসার জন্য এসেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে প্রশাসনের।