"সমবয়সী একজন অভিনেতা সব ছবিতেই কাজ করছেন" কাকে খোঁচা দিলেন দীপঙ্কর দে?

আসছে দাবাড়ু। আগামী ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি

শিঘ্রই মুক্তি পেতে চলেছে দাবাড়ু। আগামী ১০ মে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিটি। উইন্ডোজের প্রযোজনায় মুক্তি পাওয়া এই ছবিতে উঠে আসবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার গল্প। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপঙ্কর দে।

ছবি মুক্তির আগেই অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন, দীপঙ্কর দে। সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপঙ্কর দে জানান "চোখের সামনে দেখতে পাচ্ছি সমবয়সী একজন অভিনেতা সব ছবিতেই কাজ করছেন। তিনি নিশ্চয় খুব ভালো কাজ করছেন। তবে সেই ছবিগুলোর চিত্রনাট্যে আমার মতো অভিনেতার জায়গা হচ্ছে না। আমার মতো অভিনেতাকে ব্যবহার করার জন্য কোনও চিত্রনাট্য হচ্ছে না।"

Latest Videos

এদিন ছোট পর্দায় কাজ করা নিয়েও মুখ খোলেন অভিনেতা। দীপঙ্কর জানান, “ছোট পর্দায় কাজ করে খালি মনই ভরে, পেট ভরে না। টেলিভিশনে শেখার কোনও জায়গা নেই। তাই ১২ দিনের মতো কাজ রাখি আমি। এতে আমার যা যতটুকু প্রয়োজন ততটুকু উঠে আসে। তবে আজকাল অনেকেই কেবল টাকার জন্য ছোট পর্দায় কাজ করেন না।”

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Suvendu Adhikari Live: শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি