"সমবয়সী একজন অভিনেতা সব ছবিতেই কাজ করছেন" কাকে খোঁচা দিলেন দীপঙ্কর দে?

সংক্ষিপ্ত

আসছে দাবাড়ু। আগামী ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি

শিঘ্রই মুক্তি পেতে চলেছে দাবাড়ু। আগামী ১০ মে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিটি। উইন্ডোজের প্রযোজনায় মুক্তি পাওয়া এই ছবিতে উঠে আসবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার গল্প। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপঙ্কর দে।

ছবি মুক্তির আগেই অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন, দীপঙ্কর দে। সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপঙ্কর দে জানান "চোখের সামনে দেখতে পাচ্ছি সমবয়সী একজন অভিনেতা সব ছবিতেই কাজ করছেন। তিনি নিশ্চয় খুব ভালো কাজ করছেন। তবে সেই ছবিগুলোর চিত্রনাট্যে আমার মতো অভিনেতার জায়গা হচ্ছে না। আমার মতো অভিনেতাকে ব্যবহার করার জন্য কোনও চিত্রনাট্য হচ্ছে না।"

Latest Videos

এদিন ছোট পর্দায় কাজ করা নিয়েও মুখ খোলেন অভিনেতা। দীপঙ্কর জানান, “ছোট পর্দায় কাজ করে খালি মনই ভরে, পেট ভরে না। টেলিভিশনে শেখার কোনও জায়গা নেই। তাই ১২ দিনের মতো কাজ রাখি আমি। এতে আমার যা যতটুকু প্রয়োজন ততটুকু উঠে আসে। তবে আজকাল অনেকেই কেবল টাকার জন্য ছোট পর্দায় কাজ করেন না।”

Share this article
click me!

Latest Videos

'একটু পরে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে!' চাকরিহারাদের ধর্নায় বিজেপির অভিজিৎ | SSC News Today
North 24 Parganas: চোখের সামনে ধসে পড়ল দেওয়াল! মুহূর্তেই সব শেষ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়