নগ্ন অবস্থায় উদ্ধার স্ত্রীর মৃতদেহ, মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় জীবন, শেষমেষ কী করবে বাল্মিকী?

এবার বাল্মিকী হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক অতুন ঘোষের নতুন ছবি ‘শেষ পাতা’-তে ৬০ বছরের বৃদ্ধর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। গোটা ট্রেলারটি জুড়েই যেন বেজে উঠেছে বিষণ্ণতার সুর।

টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকমনে ইতিমধ্যেই নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ। এই বয়সেও তার অভিনয়ের ক্ষুরধার দক্ষতা দর্শকমনে দাগ কাটে। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেতা। এবার বাল্মিকী হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

পরিচালক অতুন ঘোষের নতুন ছবি ‘শেষ পাতা’-তে ৬০ বছরের বৃদ্ধর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। গোটা ট্রেলারটি জুড়েই যেন বেজে উঠেছে বিষণ্ণতার সুর। ট্রেলার জুড়ে ধরা পড়েছে তিলোত্তমার টুকরো টুকরো ছবি। ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল স্ত্রীর মৃতদেহ। তারপর যেন এক মুহূর্তে জীবনটা পুরো লন্ডভন্ড হয়ে যায়। কোনওভাবেই যেন স্ত্রীর জীবনী লেখাটা শেষ করে উঠতে পারছিলেন না বৃদ্ধ বাল্মিকী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শেষমেষ লেখার কাজ সম্পূর্ণ করতে আনা হয় গার্গী রায়চৌধুরীকে। তারপর চলতে থাকে ছবির গল্প। তবে কি এই গল্প শেষ করতে পারবেন বাল্মিকী । ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং গার্গী রায়চৌধুরীকে দেখা যাবে।

Latest Videos

 

 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওটি যে শুটিংয়ের ফাঁকে তোলা হয়েছে তা বেশ ভালই বোঝা যাচ্ছে। ক্যাপশনে লেখা, শেষপাতা শ্যুট, বিহাইন্ড দ্য সিনস। পাশাপাশি মাস্ক খোলার কারণও উল্লেখ করেছেন অভিনেতা। প্রসেনজিৎ জানিয়েছেন, শর্টের ঠিক আগেই মাস্কটা খুলে ফেলতে হয়েছিল মেক-আপের জন্য। পুরো ভিডিওটাকে তাকে হাঁটতে, লিফটে উঠতে দেখা যাচ্ছে, কিন্তু কোনও সময়েই তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। আপাতত প্রসেনজিতের নতুন ছবির অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। 

 

 

অভিনয়ের কেরিয়ারে নিজেকে যেভাবে ভেঙেছেন তা সত্যিই প্রশংসনীয়। যে কোনও চরিত্রেই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং প্রতিটা চরিত্রেই যেন তিনি সফল। একটা সময়ে চুটিয়ে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিল প্রসেনজিৎ, যেগুলি শহরের তুলনায় গ্রামে বেশি চলেছিল। তারপর থেকেই প্রসেনজিৎকে অন্যভাবে চিনতে শুরু করে দর্শক। বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন প্রসেনজিৎ। তারপরই গৌতম ঘোষ পরিচালিত 'মনের মানুষ' ছবিতে লালন ফকিরের চরিত্রের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন প্রসেনজিৎ। তবে এবার অতনু ঘোষের পরিচালনায় একদম অন্যরকম একটা লুকে দর্শকদের সামনে আসতে চলেছেন প্রসেনজিৎ, এবং তাতে তিনি কতটা সফল হন, সেটাই দেখার। সবকিছু ঠিক থাকেল চলতি বছরের ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা