Srijit Mukerjee: আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর, টেক্কা ছবির পরই ফেলুদা তৈরি করবেন সৃজিত

Published : Jan 19, 2024, 02:46 PM IST
Srijit Mukherji

সংক্ষিপ্ত

শোনা যাচ্ছে, টেক্কা তৈরি হয়ে গেলে ফেলুদা তৈরি করবেন সৃজিত। শীঘ্রই তৈরি হবে ভূস্বর্গ ভয়ঙ্কর। ওটিটি-তে মুক্তি পাবে এই ছবি।

ফের খবরে সৃজিত। পরের পর তাঁর ছবি তৈরির কথা আসছে প্রকাশ্যে। কদিন ধরেই শোনা যাচ্ছিল টেক্কা ছবিটি পরিচালনা করবেন সৃজিত। কদিন আগে দেব ও সৃজিত মুখোপাধ্যায়ের একসঙ্গে ঘোষণা করেছিল টেক্কা ছবির কথা। ছবিতে দেব, রুক্মিণী মৈত্র ছাড়াও থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন টোটা রায়চৌধুরী ও পরান বন্দ্যোপাধ্যায়। টেক্কা ছবি নিয়ে দর্শক মহলের নানান প্রশ্ন প্রতিদিনই শোনা যাচ্ছে। এর মাঝে এল নতুন ছবির কথা। শোনা যাচ্ছে, টেক্কা তৈরি হয়ে গেলে ফেলুদা তৈরি করবেন সৃজিত।

শীঘ্রই তৈরি হবে ভূস্বর্গ ভয়ঙ্কর। ওটিটি-তে মুক্তি পাবে এই ছবি। ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে জটায়ু চরিত্রে। তেমনই তোপেসের চরিত্রে থাকবেন কল্পন মিত্র। মূল এই ছবির প্রেক্ষাপট হল কাশ্মীর। ভূস্বর্গে হবে শ্যুটিং। কদিনের মধ্যে পাড়ি দেবে ফেলুদার টিপ। আপাত্ত প্রি প্রোডাকশনের কাজ চলছে। এই কাজ শেষ হলে শুরু হবে ফেলুদা ছবির কাজ।

ফেলুদার গোয়েন্দাগিরি শিরোনামের অধীনে প্রথমে দুটো সিজন পরিচালনা করেছেন সৃজিত। ছিন্নমস্তার অভিশাপ এবং যত কাণ্ড কাঠমান্ডুতে গল্প অবলম্বনে তৈরি ছবিটি। সে যাই হোক, আর কিছুদিনের মধ্যে শুরু হবে শ্যুটিং। ফেলুদা চরিত্রে দেখা দেবেন টোটা।

শেষ কয়েকটি ছবিতে পর পর নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন টোটা। করণ জোহরের ছবিতে দেখা গিয়েছিল টোটাকে। তেমনই আবার শীঘ্রই দেখা দেবেন দেবের সঙ্গে। তেমনই কদিন আগে চালচিত্র ছবির কাজ নিয়ে খবরে আসেন তিনি। পুলিশের গোয়েন্দা শাখার একজন অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে পরের পর ছবির কাজ নিয়ে ব্যস্ত টোটা রায় চৌধুরী।

 

আরও পড়ুন

Ira Nupur Wedding: বিচ্ছেদের বহু বছর পার, মেয়ের বিয়েতে কাছাকাছি আমির-রিনা

সানি লিওনি থেকে অঙ্কুশ, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার