'নির্বাচনের আগে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে পিয়ার', আদালতের দ্বারস্থ হতেই অভিনেত্রীর পাশে 'ইম্পা'

পিয়ার বিরুদ্ধে আদালতে গেলেন পরিচালক মিলন ভৌমিক এবং কৃষ্ণা দাগা। ইম্পা-র নির্বাচনে বহু বছর ধরেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন ভৌমিক। নিয়োগ দুর্নীতি মামলায় বনির নাম জড়াতেই আবারও সুর চড়িয়েছেন তারা, দাবি করেছেন ইম্পা-র চেয়ারম্যান সরোজ মুখোপাধ্যায়।

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই টলি অভিনেতা বনি সেনগুপ্তের নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছে। এই প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলায় কোনও অভিনেতাকে তলব করল ইডি। এবার বনির পর নাম জড়াল মা পিয়া সেনগুপ্তর। কুন্তলের সঙ্গে নাকি যোগাযোগ ছিল বনির পা পিয়া সেনগুপ্ত। ইম্পা সভাপতির বিরুদ্ধে এবার হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক-প্রযোজক।

টলিউডের হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ইম্পা। ২০২১ সালে সেপ্টেম্বর হয়েছিল এই সংগঠনের নির্বাচন। ইম্পার সভাপতি অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। জানা যাচ্ছে, এই নির্বাচনে পিয়াকে জেতানোর জন্য প্রচুর টাকাও খরচ করেছিলেন কুন্তল। যদিও তখন কিন্তু নিয়োগ দুর্নীতি কান্ডে কুন্তলের নাম উঠে আসেনি। অভিযোগে জানা গেছে, পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত হয়েছিলেন। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-এর নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। অভিনেত্রী পিয়ার বিরুদ্ধে আদালতে গেলেন পরিচালক মিলন ভৌমিক এবং কৃষ্ণা দাগা। ইম্পা-র নির্বাচনে বহু বছর ধরেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন ভৌমিক। প্রতিবারই তিনি পরাজিত হয়েছেন। তাদের অভিযোগ ছিল, ২০২১ সালের নির্বাচনে স্বচ্ছতা ছিল না, সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। তবে নিয়োগ দুর্নীতি মামলায় পিয়া সেনগুপ্তর ছেলে বনির নাম জড়াতেই আবারও সুর চড়িয়েছেন তারা, তেমনটাই দাবি করেছেন ইম্পা-র চেয়ারম্যান সরোজ মুখোপাধ্যায়ের। তিনি প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামনেই নির্বাচন, তার আগে এই বিষয়গুলি নিয়ে খুঁচিয়ে বার করা হয়েছে।

Latest Videos

 

 

টলিপাড়ার বরবাদ অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে জোর চর্চা তলছে ইন্ডাস্ট্রির অন্দরে। দোলের পরপরই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল বনিকে। এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ছেলে বনির পর আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন মা পিয়া সেনগুপ্ত। কুন্তলকে জেরা করতেই উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। তবে নিজের নাম জড়াতেই সাফাই দেন অভিনেত্রী। তবে পিয়া সেনগুপ্ত একথা মানতে নারাজ। অভিনেত্রীর মতে, পুরোটাই মিথ্যা, গুজব। প্রথমসারির সংবাদমাধ্যমে অভিনেত্রী পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, আমার খুবই হাসি পাচ্ছে। খুবই নিম্নরুচির বিষয় এটি। যত দিন যাচ্ছে বিষয়টা খুবই সস্তার হয়ে যাচ্ছে। অভিনেত্রীর মতে, যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে, আর কেনই বা টাকা ঢালবে। মিথ্যা কথা রটানো হচ্ছে।

 

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral