
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতা-তে এক সময় একই শুটিং-সেট ভাগ করে নেওয়া দুই নায়িকা — ইপ্সিতা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়ের সম্পর্কের পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে। সম্প্রতি ১৬ জানুয়ারি, অনন্যা চট্টোপাধ্যায়ের জন্মদিনে ইপ্সিতা তার সেই দিনগুলোর কিছু মধুর অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ইপ্সিতা জানান যে, প্রায় ২৪ বছর আগে তারা একসঙ্গে ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে কাজ করেছেন এবং অনন্যাকে তিনি শুধু সহকর্মী মনে করতেন না — বরং সেটে তিনি অনন্যাকে “মা” নামে ডাকতেন। তখন ইপ্সিতা খুবই ছোট ছিলেন এবং সিরিয়ালের শুটিং-যাত্রা ছিল তার অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
অনন্যা তাকে শুধু দৃশ্যগুলো রিহার্সাল করিয়ে দিতেনই না, অনেক সময় শুটিং ছুটির পরও সহকর্মীদের সঙ্গে আড্ডা, পিকনিক এবং ক্লান্তির মাঝে আনন্দ ভাগাভাগি করতেন। ইপ্সিতা জানান, অনন্যা সব সময় মায়ের মতো করেই তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতেন। সেই সহৃদয় আচরণ-ভালবাসা ইপ্সিতার কাছে আজও স্মৃতিতে অটুট।
এই নিয়ে রয়েছে একটি দারুণ মজার গল্প। কোনও এক পিননিকের সময় , একবার মা বলে ডেকেছিলেন ইপ্সিতা, এবং তাতেই নাকি অনন্যা এবং তার নিজের মা একসঙ্গে সাড়া দিয়েছিলেন। সেই মুহূর্তটি ইপ্সিতার কাছে আজও অনন্য স্মৃতি হিসেবে আজও রয়ে গেছে। অনন্যার বাড়ি থেকে আসা খাবারও সবসময় সেটে ইপ্সিতার জন্য আলাদা রাখা হত, এবং অনন্যা তাকে নিজেই খাওয়াতেন।
পুরানো স্মৃতি ঝালিয়ে নিয়ে ফের আরও একবার অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্কি্রিন শেয়ার করার ইচ্ছে প্রকাশ করেছেন ইপ্সিতা।