শ্রাবন্তীর সঙ্গে ছবি দিতেই প্রেমের পর্দাফাঁস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে নিয়ে জোর চর্চা

বিতর্কের সূত্রপাত একটি ছবিকে ঘিরে। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। যেখানে দেখা যাচ্ছে, শহরের এক কফিশপে লেন্সবন্দি হয়েছেন দুজনে। যার ক্যাপশনে লেখা -'এমনি'। মাঝেমধ্যেই নাকি কোয়ালিটি সময় কাটাচ্ছেন দুজনে।

টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। প্রেম- থেকে বিবাহ,দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। নিজের ব্যক্তিগত কারণে প্রতিদিন শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে তাকে নিয়ে জল্পনা আরও তুঙ্গে। ট্রোলিং যেন পিছু ছাড়ছে না শ্রাবন্তীর।

শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। বিচ্ছেদের জল্পনার মধ্যে শোনা যাচ্ছে টলিপাড়ার এই পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী। বিতর্কের সূত্রপাত একটি ছবিকে ঘিরে। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। যেখানে দেখা যাচ্ছে, শহরের এক কফিশপে লেন্সবন্দি হয়েছেন দুজনে। যার ক্যাপশনে লেখা -'এমনি'। মাঝেমধ্যেই নাকি কোয়ালিটি সময় কাটাচ্ছেন দুজনে।

Latest Videos

 

 

টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, 'অভিযাত্রিক' পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির নায়িকা শ্রাবন্তী। জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিৎ-এর এই ছবি। এবার নাকি পরের ছবি 'দেবী চৌধুরানী'র পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছেন। প্রায়শই নাকি কফি শপে বা অ্যাওয়ার্ড শো দেখা যাচ্ছে শ্রাবন্তী ও শুভ্রজিৎকে। তবে পরিচালক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের গুঞ্জন ছড়ালে সত্যিই কিছু বলার নেই। আসলে এগুলোকে আটকানো যাবে না। আসলে যাদের সঙ্গে আমরা কাজ করি তাদেরকে নিয়ে গসিপ করতেই এরা বেশি মজা পায়। পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের মধ্যে কাজ ছাড়া কোনও সম্পর্ক নেই। শুভ্রজিতের আগামী ছবি'দেবী চৌধুরানী'র নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। জানা গিয়েছে, পরিচালক নাকি সেই প্রস্তাবও দিয়েছেন শ্রাবন্তীকে। তবে পুরো বিষয়টা নিয়ে দুজনেই স্পিকটি নট। গুঞ্জনে এও শোনা যাচ্ছে, শুভ্রজিৎ মিশ্রের সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দুজনে। তারপর থেকে একাধিক ইভেন্টে নজর কেড়েছেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী। অভিনেত্রীর ছবি 'কাবেরী অন্তর্ধান'-এর প্রিমিয়ারেও হাজির ছিলেন শুভ্রজিৎ মিত্র। উপস্থিত থাকার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তী। তাই অনেকেই মনে করছেন, শুভ্রজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী।শ্রাবন্তীর প্রেমের খবর ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন-আর কতবার মন দেবেন তিনি এভাবে। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর আরবানার বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের চর্চা শুরু হয়েছিল। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নিয়ে দুবাই-মলদ্বীপ গিয়েছিলেন শ্রাবন্তী, তবে সেই ছবি প্রকাশ্যে আসেনি। সেই সম্পর্কেও ভাঙন ধরে। তারপরই জিম ট্রেনারের সঙ্গে গুঞ্জন শোনা যায়। এবার শুভ্রজিৎকে নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury