
প্রয়াত দেবশ্রী রায়ের দিদি তনুশ্রী রায় ভট্টাচার্য। বৃহস্পতিবার হৃদরোগ আক্রান্ত হলেন প্রয়াত হলেন তনুশ্রী রায় ভট্টাচার্য ওরফে ঝুমকি। সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের মাসি দেবশ্রী ও ঝুমকি। মাসির প্রয়াণের খবর পেয়ে কলকায়া আসাছেন রানির দাদা রাজা মুখোপাধ্যায়।
টলিউড ইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের দিদি হিসেবে পরিচিত তনুশ্রী রায় ভট্টাচার্য। শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন দুজন। রুমকি ও ঝুমকি দুজনেই নাচের জন্য খ্যাত ছিলেন। ছোট বয়স থেকেই জনপ্রিয় ছিলেন এই দুই। তিন, সাড়ে তিন বছর বয়স তাঁদের। সেই সময় তরুণ মজুমদার পরিচালিত কুহেলি সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ফিল্মি কেরিয়ার শুরু করেন দেবশ্রী। তবে, সেই জুটি পরে ছন্দপতন করে। নায়িকা হিসেবে নাম করেন দেবশ্রী রায়।
সদ্য প্রয়াত হন দেবশ্রী রায়ের দিদি। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে দুই বোন রুমকি ও ঝুমকি উপস্থিত হন। শেষবার তাঁরা তাদের একসঙ্গে দেখা যায়।
সদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রুমকি। কদিন আগেই দেবশ্রীর বন্ধু তথা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ভাইকে হারিয়েছেন। তাঁরও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। দক্ষিণ কলকাতায় অভিনেত্রীর পাশের বাড়িতেই থাকতেন তাঁর দিদি তনুশ্রী ওরফে ঝুমকি। বছর দুয়ের আগেই মা আরতি রয়কে হারিয়েছেন দেবশ্রী। এবার দিদিকেও চিরতরে হারালেন অভিনেত্রী।
এদিকে বোনের মৃত্যুসংবাদ পেয়েই অসুস্থ বোধ করেছেন দেবশ্রী। নিজের ঘরে চুপ করে শুয়ে ছিলেন বলে জানা যায়। কলকাতায় খুব জনপ্রিয় ছিল এই জুটি। সেই জুটি এবার ভেঙে গেল। আর কখনো দুই বোনকে দেখা যাবে না। এক সময় নৃত্যশিল্পী হিসেবে খ্যাত ছিলেন তাঁরা। পরে দেবশ্রী যদিও অভিনয় জগতে পা রাখেন। এবং বিপুল খ্যাতি পান।
বর্তমানে শোকের ছায়া বিনোদন জগতে। একের পর এক তারা খসে যাচ্ছে। এবার প্রয়াত হলেন দেবশ্রী রায়ের দিদি।