আমাকে কি এই মেয়েটার মতো গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হত? চলচ্চিত্র জগতের 'পক্ষপাত' নিয়ে বিস্ফোরক শ্রীলেখার

Published : Sep 24, 2024, 07:28 AM ISTUpdated : Sep 24, 2024, 07:29 AM IST
Sreelekha Mitra

সংক্ষিপ্ত

সাম্প্রতিক এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র জগতে থ্রেট কালচার, ফেভারিটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সম্প্রতি এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নজর কেড়েছ সকলের। সোমবার ছিল ডিরেক্টর্স গিল্ড ডাক দিয়েছিল বিশেষ বৈঠকের। সেখানেই এই বিস্ফোরক দাবি করলেন শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্র বলেন, চার বছর আগে তো আমি এই থ্রেট কালচার, ফেভারিটিজম নিয়ে কথা বলেছিলাম। আমাকে কি এই মেয়েটার মতো গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হত আমি যা বলছি সেটা ঠিক কথা বলছি। এই কালচারটা আছে, যারা পাওয়ারে থাকে, যারা পাওয়ারে আছে তারা ঠিক করে কাজ করবে। এখানে ট্যালেন্টের নিরিখে, কাজের নিরিখে কাজ দেওয়া হয় না। তুমি ডিরেক্টরের কাছে লোক কিনা, তুমি প্রযোজকের কাছের লোক কি না, কিংবা কোনও গোষ্ঠীর কাছের লোক কি না সেই হিসেবে কাজ দেওয়া হয়।

তিনি আরও বলেন, চার বছর আগে আমি এই কথাগুলো বলেছিলাম। দিনের পর দিন এই মেয়েটিকে কাজ করতে দেওয়া হয়নি। এখানে মেরিট বিচার করে কাজ করতে দেওয়া হয় না এমনটা নয়। অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের মধ্যে খাওয়া খায়ি করতে ব্যস্ত। আরজি করের ঘটনা যেমন সবাইকে নাড়া দিয়ে গেল, তেমনই আরেকজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর সবাই কথা বলছে।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র আরও বলেন, আমি সময়ের আগে বলেছিলাম। যার জন্য বেশ কিছু মানুষ… অনেক বড় হিরোইন, যাকে প্রতিবাদের মুখ হিসেবে মানুষ ধরছে। তিনি বলেছিলেন, আমি স্লাট শেমিং করছি। আমি তো সম্পর্কের কথা বলেছিলাম। তাঁর কাছে হয়ত সম্পর্ক মানে স্লাট শেমিং।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার