Prashmita Paul: অনুপম রায়ের হবু স্ত্রী প্রস্মিতা পাল বেড়াতে আর বই পড়তে ভালবাসেন, বিস্তারিত তথ্য দেখুন ছবিতে

আগামী ২ মার্চ তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়। পাত্রী প্রস্মিতা পাল। তবে অনুপম রায়ের মত জনপ্রিয় না হলেও টলিগঞ্জের প্ররিচিত নাম প্রস্মিতা। একাধিক হিট গান রয়েছে তাঁর গলায়।

 

Saborni Mitra | Published : Feb 26, 2024 12:50 PM IST / Updated: Feb 26 2024, 06:21 PM IST
18
অনুপম রায় ও প্রস্মিতা পাল

আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়। কনে প্রস্মিতা পাল। তিনি টালিগঞ্জের পরিচিত নাম।

28
ছোটবেলা থেকেই কলকাতার বাসিন্দা

প্রস্মিতার জন্ম কলকাতায়। এখানেই বেড়ে ওঠা আর পড়াশুনা। ছোট থেকেই পড়াশুনার পাশাপাশি গান শিখেছিলেন প্রস্মিতা।

38
ইঞ্জিনিয়ারিং ছাত্রী প্রস্মিতা

লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে পড়াশুনা। লরেটোতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করেছেন। কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করেছেন ইন্সটিটিউট অব ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট থেকে।

48
প্রস্মিতার পছন্দ

গান আর পড়াশুনার পাশাপাশি বেড়াতে খুব ভালবাসেন প্রস্মিতা। বই পড়তে আর গান গেয়ে বা গান শুনেও সময় কাটে তাঁর।

58
প্রস্মিতার হিট গান

'বোঝেনা সে বোঝেনা' ছবির গানের পর। ২০১২ সালে অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রাজ চক্রবর্তী পরিচালিত বিখ্যাত এই রিমেকে প্রস্মিতা 'সাজনা' গানটি গেয়েছিলেনয়। তাঁর অন্য একটি জনপ্রিয় গান হল 'শুধু তোমারি জন্য' ছবির 'দেখতে বউ বউ' ও 'বল দুগ্গা মাইকি' ছবি 'হতে পারে না'।

68
অনুপম-প্রস্মিতার আলাপ

অনুপমের সঙ্গে প্রস্মিতার বন্ধুত্ব প্রায় ১০ বছর পুরনো। দীর্ঘ দিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। তবে এখনও কেউ এই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। কিন্তু পার্টি থেকে শুরু করেছে তাদের একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে।

78
অনুপমের সুরে প্রস্মিতার গান

অনুপমের সুর করা হাইওয়ে ছবিতে তোমায় নিয়ে গল্প হোক গানটি গেয়েছেন প্রস্মিতা। হিট বাংলা ছবি কন্ঠ ও পোস্ততেও গান গেয়েছেন প্রস্মিতা।

88
বাংলা ব্যান্ডের গায়িকা প্রস্মিতা

বাংলা ব্যান্ড উড়ানের সঙ্গে যুক্ত রয়েছে তিনি। একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos