জিৎ
একসময় টলিউডের সেরা জুটি ছিল জিৎ ও স্বস্তিকা। বহু ছবিতে কাজ করেন। ক্রান্তি, সাথীহারা ও প্রিয়তমার মতো ছবি করেন। সে সময় এক বিশেষ সম্পর্কও তৈরি হয়েছিল তাদের মধ্যে। কিন্তু, বেশিদিন টেকেনি। স্বস্তিকা ডিভোর্সি ছিল সে কারণেই জিৎ-র সঙ্গে সম্পর্ক পরিণতি পায়নি বলে শোনা যায়।