ফের শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল, সেজে উঠেছে নন্দন চত্বর

আট দিন ধরে শহরে চলবে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল(Kolkata international children’s film festival 2024)। শহরের একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শীত হবে ছবি।

ফের শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর। এবারের উৎসব শিশুদের জন্য। জানা গিয়েছে, আট দিন ধরে শহরে চলবে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল(Kolkata international children’s film festival 2024)। শহরের একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শীত হবে ছবি।

শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল। এবার পালিত হবে ১০ তম উৎসব। এর আগে এই উৎসবে প্রদর্শীত হয়েছে সহজ পাঠের গপ্পো, চাঁদের পাহাড়, পথেক পাঁচালী, গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে-র মতো ছবি।

Latest Videos

তবে, এই বছর কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে কী কী ছবি দেখানো হবে তা জানা যায়নি। কিন্তু, অনেকেরই দাবি এবার মাস্টার অংশুমান প্রদর্শিত হবে। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি। সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবি। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।

এদিকে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২৯ জানুয়ারি। ২৫ জানুয়ারি থেকে চলবে এই ছবি। নন্দন ছাড়াও রবীন্দ্রসদন, শিশির মঞ্চে ছবি প্রদর্শীত হবে। সব মিলিয়ে একাধিক চমক নিয়ে আসছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল। শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিল শিশু কিশোর আকাদেমি।

এদিকে কদিন আগে অনুষ্ঠিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার প্রদর্শীত হল ২৯ তম উৎসব। ৫ ডিসেম্বর ২০২৩ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলেছিল উৎসব। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাচ, শত্রুঘ্ন সিনহা-সহ আরও অনেকে। তেমনই ছিলেন বাংলার সকল তারকা। ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে অঞ্জন দত্ত। এবছর ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শীত হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia