মহানায়ক উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু উত্তম কুমার ছেলেকে অভিনয় জগতে আসতে দেননি। তাঁর ছেলেকে অভিনয় জগতে আসতে না দেওয়ার পেছনে ছিল বেশ কিছু কারণ।
উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায় চেয়েছিলেন অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে। তাই পড়াশোনা শেষ করে মনের ইচ্ছা বাবাকে জানান।
510
কিন্তু, ছেলের মুখে অভিনয়ের কথা শুনে রীতিমতো বিরক্ত হন মহানায়ক। আর শুধু তাই নয়, ছেলে সিনেমার জগতে যেতে বারন করনে।
610
অন্ধ অতীত নাম একটি ছবির অফারও তিনি পান। ছবির পরিচালক হীরন নাগ। এই ছবিতে অভিনয় করেছেন খোদ উত্তমকুমার। বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েও তাকে তা হারাতে হয়।
710
পরে জানান যায় কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মহানায়ক। কেনই বা তিনি ছেলেকে অভিনয় গতে আসতে দেননি।
810
আসলে অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ জটিলতার সম্মুখীন হতে হয়েছিল উত্তম কুমারকে। তিনি চাননি, তাঁর ছেলেও এই দিন দেখুক।
910
তেমনই মহানায়ক আগেই বুঝেছিলেন তাঁর ছেলে অভিনয় করলে তাঁর সঙ্গে তুলনা করা হবে। এতে ছেলের কেরিয়ার আরও কঠিন হবে।
1010
এই সব কারণে ছেলেকে অভিনয় জগতে আসতে দেনননি উত্তম কুমার। অন্য পেশায় সে যাতে কেরিয়ার গড়ে তাতে তাঁরই বেশি উদ্যোগ ছিল।