Mamata Shankar: শাড়ির আঁচল নিয়ে ফের মুখ খুললেন মমতা শঙ্কর, নিশানায় স্বস্তিকা

বাংলা বিনোদন জগতে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মমতা শঙ্কর। নৃত্যশিল্পী ছাড়াও অভিনেত্রী হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি আছে। কিন্তু সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন তিনি।

Soumya Gangully | Published : May 6, 2024 12:26 PM IST / Updated: May 06 2024, 06:40 PM IST

শাড়ির আঁচল কীভাবে থাকা উচিত, সে বিষয়ে বাংলা বিনোদন জগতে বিতর্ক কিছুতেই থামছে না। ফের এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি ফের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করেছেন। শাড়ির আঁচলের পাশাপাশি এবার ব্লাউজ নিয়েও মুখ খুলেছেন মমতা শঙ্কর। তিনি নিজেকে আধুনিকমনস্কা বলেও দাবি করেছেন। ভারতের বিভিন্ন প্রদেশ ও জাতের মহিলাদের পোশাকের বৈচিত্রের কথা উল্লেখ করেছেন মমতা শঙ্কর। তাঁর মতে, যে কোনও পোশাকই মর্যাদা বজায় রেখে পরা যায়। শারীরিক গঠন অনুযায়ী সেই পোশাক পরে নিজেকে কেমন দেখতে লাগছে সেটাই আসল।

জয়শ্রী রায়ের প্রশংসায় মমতা শঙ্কর

Latest Videos

পোশাকের মর্যাদা ও সৌন্দর্যের কথা উল্লেখ করতে গিয়ে অভিনেত্রী জয়শ্রী রায়ের কথা উল্লেখ করেছেন মমতা শঙ্কর। তিনি জানিয়েছেন, কিশোরী বয়সে মার্কিন দূতাবাসের অনুষ্ঠানে যেতেন। তাঁর সঙ্গে থাকতেন বৌদি তনুশ্রী শঙ্কর। সেই অনুষ্ঠানে অভিনেত্রী জয়শ্রী রায়ও যেতেন। তাঁর পরনে শুধু শাড়ি থাকত। ব্লাউজ বা কোনওরকম অন্তর্বাস পরতেন না তিনি। কিন্তু তাঁর পোশাকের মর্যাদা অটুট থাকত। তাঁকে দেখে কখনও খারাপ লাগত না। তাঁর আঁচল কখনও সরে যেত না।

ব্লাউজের ডিজাইন নিয়ে সরব মমতা শঙ্কর

মমতা শঙ্কর বলেছেন, ব্লাউজের পিঠে কাজ করতে পারেন ডিজাইনাররা। তবে ব্লাউজের সামনে যদি কোনও সুন্দর কারুকার্য থাকে, তাহলে সৌন্দর্য ও মর্যাদা বজায় রেখে শাড়ির আঁচল সরানো যেতে পারে। মানাচ্ছে কি না এবং দেখতে কেমন লাগছে সেটাই আসল। নাগাল্যান্ডের মহিলাদের চিরাচরিত পোশাক, সাঁওতাল মেয়েদের পোশাকের কথাও উল্লেখ করেছেন মমতা শঙ্কর। প্রাচীন ভারতের দেবীমূর্তির কথাও উল্লেখ করেছেন তিনি। এই শিল্পীর মতে, প্রত্যেকের শারীরিক গঠন অনুযায়ী মানানসই পোশাকই পরা উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Cine Gossip: 'আমার কিচ্ছু গায়ে লাগছে না', স্বস্তিকাকে নিয়ে বিস্ফোরক মমতা শঙ্কর

মাত্র ১২ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার! সমাজ মাধ্যমে বিস্ফোরক চূর্ণী গঙ্গোপাধ্যায়

এবার পরিচালনায় হাতেখড়ি! তৃণমূলের বিরুদ্ধে কথা বলাতে কি কাজ পাচ্ছেন না মানসী সিনহা?

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এর জালে Kakdwip-এর দুটি মৎস্যজীবী ট্রলার! ফিরবেন তো মৎস্যজীবীরা? | South 24 Parganas News
Krishnanagar Latest Update : কৃষ্ণনগর হাড়হিম করা ঘটনার সঙ্গে কতজন জড়িত! জানিয়ে দিলেন ডিজি দক্ষিণবঙ্গ
৮ কোটি টাকার কাজেও এত ক্ষোভ! বাঁধ পরিদর্শনে এসে মহিলাদের বিক্ষোভের তোপে জেরবার উন্নয়ন মন্ত্রী! দেখুন
অভয়া কাণ্ডের প্রতিবাদে অনশনের পাশাপাশি এবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি! | RG Kar Protest
বাড়ছে রহস্য! রাহুলের সঙ্গে চলে গিয়েছিল! মৃতা তরুণীর মায়ের বিস্ফোরক মন্তব্য | Krishnanagar News