রূপঙ্কর গান ছাড়ছেন ? গায়কের 'বিদায়' লেখা পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Published : May 04, 2024, 02:56 PM IST
rupankar

সংক্ষিপ্ত

রূপঙ্করের অনুগামীরা লিখেছেন, 'আমরা যারা তোমা গান জাপটে থাকি, তাদের অনুমতি ছাড়া এই ক্যাপশন মঞ্জুর হবে না।' 

গান ছাড়ছেন রূপঙ্কর বাগচী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়কের একাকী ছবি আর 'বিদায়!' লেখা ছোট্ট একটি পোস্ট। ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রূপঙ্কর। মঞ্চে একা দাঁড়িয়ে রয়েছেন । লিখেছেন বিদায়। তাতেই হৈহৈ পড়েগেছে নেটপাড়ায়। অনুগামীদের উদ্বেগ প্রকাশ পেয়েছে নেটপাড়ায়।

রূপঙ্করের অনুগামীরা লিখেছেন, 'আমরা যারা তোমা গান জাপটে থাকি, তাদের অনুমতি ছাড়া এই ক্যাপশন মঞ্জুর হবে না।' অন্য একজন লিখেছেন, দাদা এই ধরনের কথা কেন? প্লিজ যদি গানটার নাম লিখে থাকে। তাহলে ঠিক আছে। কিন্তু অন্য কোনও কারণে নয়, কিন্তু দাদা...। এক অনুগামী রীতিমত হাতাশ হয়ে লিখেছেন, বিদায় কথাটার মানে কী? একজন ভাল শিল্পীর কি একথা মানায়? অন্য এক শ্রোতার বক্তব্য যতদিন প্রাণ ততদিন গান। আপনি থাকছেন স্যার!

তবে এক অনুগামী রূপঙ্করের ক্যাপশানের অন্য একটি অর্থ খুঁজে পেয়েছেন। তিনি লিখিছেন, 'আপনার বিদায় গানটা আমার খুব পছন্দের একটি গান। হ্যাঁ , খুব সম্বভত নিজের এই বিদায় গানের লাইন ধরেই ফেসবুকের পোস্টে এমন ক্যাপশন দিয়েছেন রূপঙ্কর বাগচী।' তবে অনেক লোকজনই পুরো বিষয়টা বুঝতে না পেরে চিন্তায় পড়ে গিয়েছেন।

তবে ওয়াকিবহাল মহলের মতে রূপঙ্কর নিজের ফ্যানক্লাবকে একবার বাজিয়ে দেখতেই এজাতীয় পোস্ট করেছেন। বছর দুইয়েক আগে জনপ্রিয় শিল্পী কেকে -কে নিয়ে তাঁর একটি পোস্টের জন্য যথেষ্ট সমালোচনায় পড়তে হয়েছিল। কেকে-কে নিয়ে কলকাতাবাসীর উন্মাদনা দেখে রূপঙ্কর বলেছিলেন, 'হু ইজ কেকে ম্যান?'যদিও ওই সঙ্গীতানুষ্ঠানের পরই মৃত্যু হয় জনপ্রিয় শিল্পীর। তারপরই রূপঙ্করকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। অনেকেই তাঁর পোস্টকে ভালচোখে নেয়নি। খুনের হুমকিও পেয়েছিলেন। সেই সময় বর্ডিগার্ড নিয়ে ঘুরতে হয়েছিল রূপঙ্করকে। সঙ্গীতজগতের নামীদামী ব্যক্তিদেরও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। গায়ক তাঁর বিদায় পোস্টে দেখে নিলেন তাঁর ফ্যানক্লাবের বর্তমান অবস্থা।

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?