KIFF 2023: সলমন খানের হাতেই শুভ সূচনা হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, উপস্থিত একঝাঁক তারকা

Published : Dec 05, 2023, 06:16 PM ISTUpdated : Dec 05, 2023, 06:21 PM IST
Kolkata international film festival

সংক্ষিপ্ত

আজ থেকে শুরু হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মঞ্চে অনুপস্থিত ছিলেন শাহরুখ খান।

শহর জুড়ে উৎসবের আমেজ। উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মঞ্চে অনুপস্থিত ছিলেন শাহরুখ খান। শেষে সলমনের হাতে শুভ সূচনা হল উৎসবের। ডানকি ছবির কারণে অনুপস্থিত ছিলেন তিনি।

আজ থেকে শুরু হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। সাত দিন ধরে চলবে উৎসব। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত হবে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার উৎসবের মধ্যমণি ছিলেন সলমন খান। প্রদীপ জ্বেলে তিনিই সূচনা করলেন উৎসবের। পাশে ছিলেন সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট সহ একাধিক বলি তারকা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। তালিকায় ছিলেন সলমন-সোনাক্ষী, অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া, শত্রুঘ্ন সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস -সহ আরও অনেকে। অবশ্যই ছিলেন টলিতারকারা। ছিলেন দেব, মিমি চক্রবর্তী, নুসরত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সন্দীপ রায়, অঞ্জন দত্ত সহ আরও অনেকে। ছিলেন মাধবী মুখোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায়। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

এবছর ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শীত হবে। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হবে ছবি। এবার উদ্বোধনী উৎসবে থালি গার্ল ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। তেমনই বাংলার মাটি বাংলা জল গান দিয়ে শুরু হয় উৎবস। এবার উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন। স্পেশ্যাল ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। তেমনই উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে। এদিকে এবছরের বিশেষ চমক একটি নতুন ক্যাটেগরি। বেঙ্গলি প্যানোরমা বিভাগে এবার পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মূল্য সাড়ে সাত লক্ষ টাকা ও গোল্ডেন রয়্যাল ট্রফি দেওয়া হবে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

দুটি সুপারহিট ছবির পর অপেক্ষা তৃতীয় ছবি মুক্তির, এয়ারপোর্টে বিন্দাস মেজাজে শাহরুখ

Dunki: মনু-সুখী-বুগ্গু-বল্লির সঙ্গে পরিচয় করালেন হার্ডি, প্রকাশ্যে এল ডানকি ছবির ট্রেলার

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?