‘বিগ বস ১৬’ থেকে ‘ইয়ারিয়াঁ ২’-র মতো কাজ থেকে মুখ ফিরিয়েছেন মিমি, জানালেন এর নেপথ্যের কারণ

বললেন, ‘বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার পর হিন্দিতে অন্য চরিত্রে অভিনয় করলে দর্শক, যাঁরা তাঁকে ভালোবাসেন তাদের প্রতি অবিচার করা হবে।’

বিগ বস ১৬, খতরো কে খিলাড়ি-র মতো অফার এসেছিল মিমির কাছে। কিন্তু, নাকচ করে দিয়েছেন নায়িকা। তেমনই ইয়ারিয়াঁ ২ -র অডিশন দিলেও পরে সে কাজ করেননি। সদ্য জানালেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি বলেন, হিন্দ থেকে যা অফার আসে তা নিয়ে হবে এমন কোনও মানে নেই। বললেন, ‘বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার পর হিন্দিতে অন্য চরিত্রে অভিনয় করলে দর্শক, যাঁরা তাঁকে ভালোবাসেন তাদের প্রতি অবিচার করা হবে।’

সদ্য হিন্দি ছবিতে কাজের প্রসঙ্গে এমন মন্তব্য করেন মিমি। বর্তমানে বহু টলিউড তারকার হিন্দিতে কাজ করছেন। কেউ কেউ কাজ করছেন দক্ষিণী ছবিতে। সদ্য টোটা ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ককে দেখা গিয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে। করণ জোহরের ছবিতে কাজ করেছেন তাঁরা। তেমনই সদ্য যিশুর দক্ষিণী ছবির ঝলক এসেছে প্রকাশ্যে। তেমনই যশ কাজ করছেন বলিউডে। এর আগে বুম্বা দা-কেও দেখা গিয়েছে হিন্দি ওয়েব সিরিজে। তাছাড়া শাশ্বত তো একাধিক কাজ করেছেন বলিউডে। টলিউড তারকারা যখন বলিউডে যাত্রা করতে ব্যস্ত তখন একেবারে ভিন্ন সুর শোনা গেল মিমির গলায়। একাধিক হিন্দিতে কাজের সুযোগ পেয়ে তিনি তা ছেড়ে দিলেন। আর এবর জানালেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

Latest Videos

বর্তমানে বাংলাতেই একের পর এক কাজ করে চলেছেন নায়িকা। বানিজ্যিক ছবির নায়িকা চরিত্রের বাইরে বেরিয়ে কাজ করছেন তিনি। শীঘ্রই মুক্তি পাবে রক্তবীজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় পুলিশের চরিত্রে দেখা দেবেন মিমি চক্রবর্তী।

 

আরও পড়ুন

Ranbir Kapoor: আইনী জালে রণবীর কাপুর, অনলাইন গেমিং বেটিং কান্ডে অভিনেতাকে তলব করল ইডি

জন্মদিন পালন করলেন শোভনের সঙ্গে, রণজয়ের পর নতুন প্রেম সোহিনীর জীবনে

গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখ খানের নায়িকা গায়ত্রী জোশী এবং তার স্বামী, প্রকাশ্যে এল মারাত্মক সেই দুর্ঘটনার ভিডিও

Share this article
click me!

Latest Videos

ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র