মিশরীয় গান 'হাবিবি' থেকে পুরোপুরি টুকে তৈরি নচিকেতার 'রাজশ্রী', এমনটাই অভিযোগ উঠল সমাজ মাধ্যমে

এই গানটা মিশরীয় হাবিবি গানের হুবহু টোকা সুর। সবথেকে বড় বিষয় সুর কপি করে গায়ক নচিকেতা কোনও এই সুর নকল করার জন্য কোনও সৌজন্যও দেননি,

deblina dey | Published : Mar 12, 2024 8:50 AM IST / Updated: Mar 12 2024, 02:21 PM IST

৯০-এর দশকের জনপ্রিয় গান 'রাজশ্রী' এবার বিতর্কের মুখে। কেন বিতর্কে এল নচিকেতা চক্রবর্তীর 'রাজশ্রী' গান। কেন এত বছর পর প্রশ্নের মুখে নচিকেতার এই জনপ্রিয় গান! সম্প্রতি, নয়ন মালিক নামের এক ফেসবুক প্রোফাইল থেকে দাবি করা হয়েছে, এই গানটা মিশরীয় হাবিবি গানের হুবহু টোকা সুর। সবথেকে বড় বিষয় সুর কপি করে গায়ক নচিকেতা কোনও এই সুর নকল করার জন্য কোনও সৌজন্যও দেননি, বরং 'এই বেশ ভাল আছি' অ্যালবামের সুর ও লেখা ওনার নিজের বলেই দাবি করেছিলেন তিনি।

বৃদ্ধাশ্রম থেকে নীলাঞ্জনা একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। এই সব গান আজও ঝড় তোলে শ্রোতার মনে। কিন্তু কেন হঠাৎ এতদি পরে আঙ্গুল উঠল নচিকেতার সুর নকলের অভিযোগ নিয়ে। নয়ন মালিক নামের এক ফেসবুক প্রোফাইলে মিশরীয় ওই গানের লিঙ্কটিও শেয়ার করা হয়েছে। জেনে নিন এই বিষয়ে কি বলছেন গায়ক!

এই বিতর্কের বিষয়ে গায়ক জানিয়েছেন যে, ‘রবীন্দ্রনাথ ও অনেক সুর থেকে অনুপ্রাণিত হয়ে গানের সুর দিয়েছেন, গানের সর টোকা কোনও নতুন কথা নয়। ২৫ বছর আগের বানানো গানের পিছনে পড়েছে এবার। এদের কোনও কাজ নেই। বোঝা উচিত, একটা থেকেই আরেকটা গান তৈরি হয়। আর যোগ্যতা থাকলে অমন একটা গান বানিয়ে দেখাক। ’

Share this article
click me!