Tollywood News: চাঁদে জমি কিনলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালক

একটি বিশেষ কারণের জন্য চাঁদের ভূমিতে জমি কিনেছেন সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র। সেই কারণটি খোলসা করলেন তিনি নিজেই। 

‘অভিযাত্রিক’ চলচ্চিত্র নির্মাণের জন্য সেরা ফিচার ফিল্ম বিভাগে ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার জিতেছেন বাঙালি পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’-ও বর্তমানে টলিউডের চর্চার কেন্দ্রে রয়েছে। সেই খবরের সাথে সাথেই আবার সংবাদের শিরোনামে উঠে এলেন শুভ্রজিৎ মিত্র।

সদ্য চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে ভারতের ‘চন্দ্রযান ৩’। সেই খবরের উত্তেজনার মধ্যে জানা গেছে যে, চাঁদের পৃষ্ঠে জমি কিনেছেন এই চলচ্চিত্র নির্মাতা। চাঁদের পৃষ্ঠে জমি কেনার বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী,পৃথিবীর কোনও দেশ মহাকাশে কোনও অধিকার খাটাতে পারবে না। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ক্ষেত্রেও সেই নিয়মই বহাল থাকবে। তবে, পৃথিবীর মানুষ অবশ্যই চাঁদের মাটিতে জমি কিনতে পারবেন। ‘লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল’ এবং ‘ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি সংস্থা’-র পক্ষ থেকে চাঁদে জমি বিক্রি করা হয়ে থাকে। অর্থের বিনিময়ে চাঁদের জমি অধিকার করা সম্ভব।

Latest Videos

লুনার সোসাইটি পরিচালক শুভ্রজিৎ মিত্রকে লুনার সিটিজেনশিপ, অর্থাৎ চাঁদের নাগরিকত্ব প্রদান করেছে। চাঁদের অক্ষরেখার কাছে জমি কিনেছেন এই পরিচালক, সেই ক্রয়ের আইনি কাগজপত্র তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রকৃতপক্ষে, চাঁদে জমির মালিকানা হয় না, তবে জমি কিনে তার সঙ্গে নিজের নাম নথিভুক্ত করে রাখলে ‘লুনার ইন্টারন্যাশনাল সোসাইটি’-র তালিকায় নিজের নাম উঠে থাকে। বিশ্বে অতি দ্রুত প্রযুক্তির বিকাশ ঘটছে, তাই ভবিষ্যতে সাধারণ মানুষেরও চাঁদে যাওয়া অসম্ভব কিছু নয়। সেই কথা ভেবেই এবং নিজের নাম তালিকাভুক্ত করে রাখার উদ্দেশ্যেই এই কাজ করেছেন শুভ্রজিৎ।

আরও পড়ুন-

ফিউশন পোশাকে বলিউডের ৬ ব্যতিক্রমী সুন্দরী, বিয়েবাড়িতে আপনিও ব্যবহার করতে পারেন এই স্টাইল
সকালে ঘুম থেকে উঠেই এই ৫টি কাজ একেবারেই করবেন না, সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে
Kuber Mantra: সম্পদের দেবতা কুবের-কে তুষ্ট করতে প্রত্যেকদিন জপ করুন এই ১০৮টি মন্ত্র

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের