বিচ্ছেদের বিষয় কিছুই নাকি জানেন না, অদ্ভুত উক্তি করলেন পরীমনির স্বামী শরিফুল রাজ

বলেন, খবরটি তিনি সাংবাদিকদের থেকেই প্রথম শোনেন।... তিনি এই ব্যাপারে কিছু জানেন না।

পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদের খবরে তোলপাড় হচ্ছে গোটা দুনিয়া। আর শরিফুল নিজেই নাকি কিছু জানেন না। সদ্য বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, খবরটি তিনি সাংবাদিকদের থেকেই প্রথম শোনেন।... তিনি এই ব্যাপারে কিছু জানেন না।

শরিফুল রাজের এই বক্তব্যে বেশ ক্ষিপ্ত পরীমনি ভক্তরা। বিচ্ছেদের নোটিস পাওয়ার পরও শরিফুল রাজের থেকে এমন কথা শোনার আশা রাখেননি কেউই। সকলেই শুনতে চেয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। কিন্তু, শরিফুল রাজের এই না জানার মন্তব্য শুনে সকলেই বলছেন কুকথা। বিষয়টি এড়িয়ে যেতে চাইছে শরিফুল রাজ নাকি এর পিছনে তাঁর অন্য কোনও মতলব আছে তা জানতে চাইছেন সকলে।

Latest Videos

প্রেম করে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। গুণিন ছবির সেটে তাঁদের প্রথম দেখা। তারপর প্রেম ও বিয়ে। শহীম মহম্মদ রাজ্য নাম এক ছেলে আছে তাঁদের। ২০২২ সালে ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কের খবর। তার কয়েকদিনের মধ্যেই বিয়ে করেন তাঁরা। ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন পরীমনি ও শরিফুল রাজ। এটি পরীমনির পঞ্চম বিয়ে। শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর সুখেই কাটছিল তাঁদের সংসার। তারপর প্রকাশ্যে আসে পরিমনির অন্তঃসত্ত্বা হওযার কথা। ১০ মাসের মাথায় তাদের পরিবারে আসে পুত্র সন্তান।

এরপর থেকে শোনা যায় তাঁদের সংসারে অশান্তির কথা। পরীমনির গোপন ভিডিও ছড়িয়ে পড়ে। যার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। এর পর বাড়ে সম্পর্কের তিক্ততা। কানাঘুষো শোনা যায় যে আলাদা হতে চলেছে তারা। নানান বক্তব্য সামনে আসে। শেষে বিচ্ছেদের নোটিশ পাঠালেন পরিমনি।

এর আগে চার বার বিয়ে করেছেন পরীমনি। পরীমনির এটি পঞ্চম বিয়ে। এর আগে নানান কারণে ভেঙেছে সেই সকল বিয়ে। আর এবারও টিকল না সম্পর্ক। রাজের সঙ্গেও বিয়ে ভাঙতে চলেছে পরীমনির। ডিভোর্সের নোটিস দিয়েছে সে। বিয়ের বছর দেড়েকের মাথায় বিচ্ছেদ হতে চলেছে নায়িকার। বিয়ের পর ছেলে তাঁর কাছেই থাকবে বলে জানান। তিনি বলেন ছেলের যাবতীয় খরচ অর্থাৎ ভরণপোষণ, আগামীতে পড়াশোনা সব কিছুর দায়িত্ব তিনিই বহন করবেন। এখন দেখার এই সম্পর্কের জটিলতা কত দূর পৌঁছায়। সত্যিই বিচ্ছেদ হয় নাকি কোনও কারণে আবার সম্পর্ক জোড়া লাগে, তা দেখার অপেক্ষায় সকলে।

 

আরও পড়ুন

মুখ ভর্তি দাড়ি, উষ্ক খুষ্ক চুল- ভিন্ন রূপে দেব, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নতুন লুক, পুজোয় আসছে চমক

নিজের গর্ভাবস্থার কথা প্রকাশ করলেন ঋতাভরী, নায়িকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হল বিতর্ক

প্রয়াত হলেন 3 Idiots খ্যাত দুবেজি, মৃত্যুকালে অভিনেতা অখিল মিশ্রর বয়স হয়েছিল ৫৮

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata