scars 2025: আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’, কী বললেন নায়িকা?

প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ' অস্কারের মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ প্রভাব নিয়ে এবং প্রিয়াঙ্কা একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন।

অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি দ্য জেব্রাজ। আন্তর্জাতিক খ্যাতিসম্মান্ন পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন শারীব হাসমী ও উষা বন্দ্যোপাধ্যায়।

অস্কারের প্রধান প্রতিযোগিতার আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ‘দ্য জেব্রাজ’।

Latest Videos

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিং-র মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যত পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গিয়েছে। সেটা মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটা দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সকলের শুভকামনা কাম্য।

সব মিলিয়ে খবরে এলেন নায়িকা। এই সাফল্য সমস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। ছবিটি হিন্দি হলেও বাঙালি নায়িকা প্রিয়াঙ্কা তাকে দিয়েছে অন্য মাত্রা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury