খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক! মন খারাপের ছায়া অনুরাগীদের মনে
এই বছর বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক। পর পর ২ বার স্লট বদলেও কোনও লাভ হল না, শেষ পর্যন্ত বন্ধ করতেই হবে পূবের ময়না ধারাবাহিকের।
এই খবরে বেশ মন খারাপ জি বাংলার ভক্তদের। বছর শেষ হতে না হতেই বন্ধ হয়ে যাচ্ছে পূবের ময়না নামের এই ধারাবাহিক। গত ৬ মাসে দুই বার স্লট বদল হয়েছে এই মেগা সিরিয়ালের। এবার পাকাপাকি ভাবে বন্ধ হতে চলেছে গৌরব-ঐশানীর অভিনীত মেগা মানে পুবের ময়না।
কার কাছে কই মনের কথা নামের ধারাবাহিকের জায়গা নিয়েছিল এই পূবের ময়না নামের এই ধারাবাহিকটি। তবে প্রথম থেকেই টিআরপি লিস্টে খুব একটা ভাল জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক।
প্রথমে ৬ টার সল্টে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এরপর বিকেল সাড়ে ৫ টায় জায়গা করে নেয় পূবের ময়না। এরপর সপ্তাহ খানেক আগেই দুপুরের স্লটে জায়গা পায় এই ধারাবাহিক।
ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছিল ওপার বাংলার এক আশ্রিতা মেয়েকে। যে লগ্নভ্রষ্টা বরের সম্মান বাঁচাবে। এবং মায়ের নির্দেশে সাত পাকে বাঁধা পড়বে ময়না ও নির্ঝর। যে ভূমিকায় দর্শক দেখেছে ঐশানী এবং গৌরবকে। এবার দর্শকদের মনে খুব একটা জায়গা করতে না পারায়, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।
রোদ্দুরের বিয়েই ছিল এই ধারাবাহিকের প্রথম প্রোমোর মূল ফোকাস, শেষদিনেই বর বেশেই পাওয়া গেল গৌরবকে। অর্থাৎ ময়না-রোদ্দুরের বিয়ের মাধ্যমেই হ্যাপি এন্ডিং হতে পারে এই সিরিয়ালের।