বড় দায়িত্ব পেলেন প্রসেনজিৎ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পদ সামলাবেন অভিনেতা

২৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি বছরই চলচ্চিত্র উৎসবে বসে চাঁদের হাট।

শীঘ্রই শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবার ২৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি বছরই চলচ্চিত্র উৎসবে বসে চাঁদের হাট। শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে হাজির হন একাধিক বলিউড সেলেব। অবশ্যই থাকেন টলিউড তারকারা। এদিন মঞ্চে দেখা যায় সকল তারকাদের।

এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের ইন্ডাস্ট্রি। এই খবর সমানে আসতেই শুরু হয়েছে চর্চা। প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হবেন তিনি। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে উৎসব। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবার প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা যাবে শাহেনশা-বাদশা-ভাইজানকে। অর্থাৎ এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সলমন খান।

Latest Videos

এদিকে শেষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল দশম অবতার ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছর পুজোর সময়। এবার পুলিশের অবতারে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তেমনই শোনা যাচ্ছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা জুটি। প্রাক্তন ছবির পর ফের দেখা যাবে তাঁদের। গত জানুয়ারিতে প্রকাশ্যে এসেছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবির কথা। তখনই শোনা যায়, ছবিতে থাকবেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এটি জুটি হিসেবে তাঁদের পঞ্চাশতম ছবি হতে চলেছে। এমনই কানাঘুষো টলিপাড়ায়।

বর্তমানে ওটিটি-তেও কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ। তেমনই তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা গিয়েছে। হিন্দি সিরিজে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Children’s Day: তারে জমিন পর থেকে কৃষ- রইল বাচ্চাদের জন্য সেরা পাঁচটি বলিউড ছবির কথা

ধোনি, কপিলের পর এবার যুবরাজ, আমিরের প্রযোজনায় আসছে যুবরাজ সিং-র বায়োপিক

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury