ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-তে প্রদর্শীত হবে ‘আমার বস’, গোয়া পৌঁছালেন রাখি, দিলেন বিশেষ বার্তা

গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'আমার বস' ছবির স্ক্রিনিং। রাখি গুলজার, সৌরসেনী মিত্র, শ্রুতি দাস অভিনীত এই ছবি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। রাখি গুলজার ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরেছেন এই ছবির মাধ্যমে।

বক্স অফিসে ইতিমধ্যে সাড়া ফেলেছে বহুরূপী। বাংলা ছবির আয় গড়েছে রেকর্ড। ছবি পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এরই মাঝে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় হল ‘আমার বস’ ছবির স্ক্রিনিং নিয়ে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার এই চলচ্চিত্র উৎসবে দেখনো হবে নন্দিতা ও শিবপ্রসাদের এই ছবি।

তার আগে সোমবার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র স্ক্রিনিং-এ উপস্থিত থাকতেই গোয়ায় পৌঁছালেন রাখি গুলজার। এই ছবি দিয়ে প্রায় ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরেছেন তিনি। সেখানে পৌঁছে তিনি বলেন, আমাকে তারকা নয়, সাধারণ মানুষ ভেবেই ভালোবাসো। আমি তাতেই সন্তুষ্ট।

Latest Videos

জানুয়ারিতে হয়েছে আমার বস ছবির শ্যুটিং। সে কারণে কলকাতায় ছিলেন রাখি গুলজার। বাঙালি খাওয়াদাওয়া থেকে ভিক্টোরায় ঘোরা সবই করেছেন শ্যুটিং-র ফাঁকে। তাঁর মুখে শোনা গিয়েছে ঝরঝরে বাংলা।

সে যাই হোক, এবার সেই ছবির স্ক্রিনিং হবে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়। যা নিয়ে চলছে উত্তেজনা। ছবিতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র, শ্রুতি দাস-সহ আরও অনেকে।

গোয়া বিমানবন্দরে পা রাখতেই বর্ষীয়ান অভিনেত্রীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলেন উপস্থিত কর্মকর্তারা। প্রিয় অভিনেত্রীকে দেখা যায় সাদা পোশাকে। সাদা মসলিন কাপড়ে সূক্ষ্ম চিকনকারির কাজ। সঙ্গে মানানসই সাদা জামেবার শাল। আভিজাত্যের পাশাপাশি স্নিগ্ধতার বলয় ঘিরে রাখিকে। উপস্থিত প্রত্যেকের সঙ্গে হাসিমুখে নিজস্বী তোলেন তিনি। শান্ত কন্ঠে হাসিমুখে সকলকে সঙ্গে কথাবার্তা বলেন। মঙ্গলবার আমার বস ছাড়াও দেখানো হবে তাঁর আরও একটি ছবি ২৭ ডাউন।

 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024