'বিচার পাব কি না জানি না, যতটা সম্ভব প্রতিবাদ করব'- আরজি করের বিচার চেয়ে বললেন পাওলি

আর্টিস্ট ফোরামের প্রতিবাদে যোগ দিয়েছিলেন পাওলী। সেখানে এই নৃশংস কাণ্ড নিয়ে নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে ও ন্যায় বিচার পাওয়ার দাবি সদ্য এক জোট হয়েছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। ছিলেন দেব থেকে রূপা গঙ্গোপাধ্যায়। ছিলেন পরমব্রত থেকে পাওলি। এদিন এই অন্যায়ের প্রতিবাদ করতে পথে নেমছিলেন তারকারা। এদিন আর্টিস্ট ফোরামের প্রতিবাদে যোগ দিয়েছিলেন পাওলী। সেখানে এই নৃশংস কাণ্ড নিয়ে নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী।

তিনি বলেন, বিচার পাব কি না জানি না। তবে, আমাদের পক্ষে যতটা প্রতিবাদ করব। কারণ আজ এই ২০২৪ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আশু প্রয়োজন। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করেই পথে নামছি আমরা। তিনি আরও বলেন, তবে কেবল কাজের ক্ষেত্রে নয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা চাই। বাড়ি থেকেই এই নিরাপত্তা শুরু হবে। রাস্তায় নিরাপত্তা চাই। কাজ করতে গিয়ে যেন শান্তিতে কাজ করতে পারি। সেখানেও নিরাপত্তা চাই। আমার প্রিয় শহরে, কলকাতার বুঝে এমন একটা জঘন্য ঘটনা ঘটেথ, এটা ভাবতেই পারছি না। এদিকে আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। আর সেখানেই কিনা এমন ঘটনা। কঠিন আইনের খুবই দরকার।

Latest Videos

এদিন সোচ্চার হয়েছিলেন পরমব্রতও। তিনি বলেন, রাজ্যের তদন্ত সংস্থা হোক বা কেন্দ্রের তদন্তের সংস্থা, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সব তদন্ত সংস্থার সাফল্যের হার খুবই কম। সঙ্গে বলেছিলেন, এই গাফিলতির দায় কিন্তু প্রশাসনকেই স্বীকার করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today