'গাফিলতির দায় প্রশাসনকে নিতে হবে' ফের সোচ্চার পরমব্রত, আরজি কর নিয়ে সরব অভিনেতা

শনিবার ২৪ অগস্ট আর্টিস্ট ফোরামের তরফে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামেন তারকারা। ছিলেন পরমব্রত।

Sayanita Chakraborty | Published : Aug 25, 2024 6:16 AM IST

আরজি কর নিয়ে ফের সরব পরমব্রত চট্টোপাধ্যায়। ফের এই নারকীয় হত্যা কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরে চলছে প্রতিবাদ। সাধারণ থেকে সেলেব সকলে প্রতি মুহূর্তে প্রতিবাদ করে চলেছেন।

সদ্য আর্টিস্ট ফোরামের সমাবেশে যোগ দেন অভিনেতা। শনিবার ২৪ অগস্ট আর্টিস্ট ফোরামের তরফে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামেন তারকারা। ছিলেন পরমব্রত। সেখানে তদন্ত প্রক্রিয়ার বিষয় সাফ জানান, রাজ্যের প্রশাসনকে ভরসা করতে পারছেন না সিবিআইকে।

Latest Videos

তিনি বলেন, এটা অনেকেই জানেন যে সেটা রাজ্যের তদন্ত সংস্থা হোক বা কেন্দ্রের তদন্তের সংস্থা, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সব তদন্ত সংস্থার সাফল্যের হার খুবই কম। আর এটা আমরা সকলেই জানি। একটা ঘটনা ঘটার অর্থ সেখানেই অবিচার হয়ে গিয়েছে। সেই অবিচার যে গাফিলতির জন্য ঘটতে পেরেছে সেই গাফিলতির বিচারটা এখনই দরকার।

তিনি বলেছেন, সেই গাফিলতির দায় কিন্তু প্রশাসনকেই স্বীকার করতে হবে যে, হ্যাঁ আমাদের গাফিলতির জন্যই এটা ঘটতে পেরেছে। হ্যাঁ, গাফিলতি আছে সিস্টেমের মধ্যে। আজ যে ঘটনাটা ঘটল সেটা কলকাতার সম্মানকে ভুলন্ঠিত করে দিল। আর সেই জন্যই আমি ১০০ বার আমার প্রশাসনের কাছে জাবাবদিহি চাইবই।

এভাবে খবরে এলেন পরমব্রত। এই অন্যায়ের প্রতিবাদ করতে প্রথম থেকে সোচ্চার ছিলেন তিনি। তাঁর ছবি মুক্তির দিনও পিছিয়ে দিয়েছেন। এই রাত তোমার আমার ছবির মুক্তি পিছিয়ে গেল। সে যাই হোক, এখন অপেক্ষা ন্যায় বিচার পাওয়ার। এই সমস্যা কমে সমাধান হবে, তা দেখার। 

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024