পুজো কেটেছে ডেঙ্গির সঙ্গে, হাসপাতালে বেডে শুয়ে বিশেষ পোস্ট রুবেলের

লিখলেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে।...’

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন টেলি তারকা রুবেল। বিজয়ার শুভেচ্ছা জানানোর সঙ্গে লিখলেন এক লম্বা মেসেজ। বললেন, তাঁর পুজো কেটেছে ডেঙ্গির সঙ্গে। সদ্য নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। যেখানে হাসপাতালের বেডে শুয়ে দেখা যাচ্ছে রুবেলকে। পাশে দাঁড়িয়ে তাঁর সঙ্গী শ্বেতা। দুজনের মুখে হাসি থাকলেও মুখে অসুস্থতার ছাপ। রুবেল যে হাসপাতালে ভর্তি তা এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে। এরই সঙ্গে একটি বড় মেজেস লেখেন।

লিখলেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিয়ে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টরের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার ব্লাড টেস্ট, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয় খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। আমি কৃতজ্ঞ তোমার কাছে।...’

Latest Videos

 

 

এভাবে নিজের অসুস্থতার কথা জানান রুবেল। সঙ্গে শ্বেতা কীভাবে তাঁকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে সে কথাও জানান। মাঝে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন রুবেল। কিন্তু, ফের অসুস্থ হয়ে পড়েন। এবার ডেঙ্গিতে আক্রান্ত হন। আর এই কারণে পুরো পুজো কাটালেন হাসপাতালে।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন

সিঁথিতে সিঁদুর দিয়ে বললেন ‘সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে’, কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী?

Nabanita Das: পুজোর আনন্দেও ভারাক্রান্ত নবনীতার মন, ভিডিও পোস্ট করে জানালেন সেই কথা

'মুসলিম নামের কলঙ্ক'- সিঁদুর পরে কটাক্ষের মুখে নুসরত, বিজয়ার দিন বিতর্কে জড়ালেন নায়িকা

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar