দেব জিততেই হিরণকে চরম খোঁচা রুক্মিণীর! দেবকে বাঘ, হিরণে কিসের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী?

Published : Jun 05, 2024, 05:11 PM IST
Rukmini Maitra

সংক্ষিপ্ত

দেব জিততেই হিরণকে চরম খোঁচা রুক্মিণীর! দেবকে বাঘ, হিরণে কিসের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী?

বিপুল ভোটে জয়ী হয়েছেন ঘাঁটালের প্রার্থী দেব!২৪-এর লোকসভায় দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন হিরণ। ভোটের ফল প্রকাশ পেতেই হিরণকে খোঁচা দিয়ে পোস্ট করলে রুক্মিণী মৈত্র। একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করেছেন রুক্মিণী। সেখানে একটি হরিণের উপরে একটা বাঘকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে । এই ছবির মাধ্যমেই হিরণকে তুমুল খোঁচা দিয়েছেন রুক্মিণী।

ঘাঁটালে দুই দলের প্রার্থী ঘোষণার পর থেকেই বারবার দেবকে খোঁচা দিয়ে কথা বলেছেন হিরণ চট্টোপাধ্যায়। এবার দেব জিতে যাওয়ার পরে তাঁকে এক হাত নিলেন রুক্মিণী।

ঘাঁটালের প্রার্থী হওয়ার আগে থেকেই দেবকে নিয়ে নানান মন্তব্য করেছেন হিরণ। তবে প্রতিবারই বিতর্ককে পাশ কাটিয়ে সৌজন্য-এর দিকে হাত বাড়িয়ে নিয়েছেন অভিনেতা দেব। কিন্তু অভিনেতা জিতে যাওয়ার পরে হিরণকে কোঁচা দিতে ছাড়লেন না রুক্মিণী মৈত্র।

তবে জিতে যাওয়ার পরেও সৌজন্যে বিশ্বাস রেখেছেন দেব, হরিণ আর বাঘের একে অপরকে জড়িয়ে ধরা একটা ছবি শেয়ার করে লিখেছেন,

“ঠিক আছে…ঘৃণার থেকে ভালোবাসা বড়।”

যদিও জেতার পরও সৌজন্য বজায় রেখেছেন দেব। তিনি আবার হরিণ-বাঘের সখ্যতার ছবি শেয়ার করে লিখেছেন, “ঠিক আছে…ঘৃণার থেকে ভালোবাসা বড়।”

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা