দেব জিততেই হিরণকে চরম খোঁচা রুক্মিণীর! দেবকে বাঘ, হিরণে কিসের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী?

দেব জিততেই হিরণকে চরম খোঁচা রুক্মিণীর! দেবকে বাঘ, হিরণে কিসের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী?

Anulekha Kar | Published : Jun 5, 2024 11:41 AM IST

বিপুল ভোটে জয়ী হয়েছেন ঘাঁটালের প্রার্থী দেব!২৪-এর লোকসভায় দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন হিরণ। ভোটের ফল প্রকাশ পেতেই হিরণকে খোঁচা দিয়ে পোস্ট করলে রুক্মিণী মৈত্র। একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করেছেন রুক্মিণী। সেখানে একটি হরিণের উপরে একটা বাঘকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে । এই ছবির মাধ্যমেই হিরণকে তুমুল খোঁচা দিয়েছেন রুক্মিণী।

ঘাঁটালে দুই দলের প্রার্থী ঘোষণার পর থেকেই বারবার দেবকে খোঁচা দিয়ে কথা বলেছেন হিরণ চট্টোপাধ্যায়। এবার দেব জিতে যাওয়ার পরে তাঁকে এক হাত নিলেন রুক্মিণী।

ঘাঁটালের প্রার্থী হওয়ার আগে থেকেই দেবকে নিয়ে নানান মন্তব্য করেছেন হিরণ। তবে প্রতিবারই বিতর্ককে পাশ কাটিয়ে সৌজন্য-এর দিকে হাত বাড়িয়ে নিয়েছেন অভিনেতা দেব। কিন্তু অভিনেতা জিতে যাওয়ার পরে হিরণকে কোঁচা দিতে ছাড়লেন না রুক্মিণী মৈত্র।

তবে জিতে যাওয়ার পরেও সৌজন্যে বিশ্বাস রেখেছেন দেব, হরিণ আর বাঘের একে অপরকে জড়িয়ে ধরা একটা ছবি শেয়ার করে লিখেছেন,

“ঠিক আছে…ঘৃণার থেকে ভালোবাসা বড়।”

যদিও জেতার পরও সৌজন্য বজায় রেখেছেন দেব। তিনি আবার হরিণ-বাঘের সখ্যতার ছবি শেয়ার করে লিখেছেন, “ঠিক আছে…ঘৃণার থেকে ভালোবাসা বড়।”

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : রাজ্যপাল নিজে ডেকেছেন, পুলিশ আটকাল কেন? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari : 'মমতা বিরোধীদের শেষ করে দিতে চায়' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
AC Installed in Nadia School | প্রবল গরমে নাজেহাল পড়ুয়ারা, চাঁদা তুলে ক্লাসরুমে AC বসালেন শিক্ষকরাই
Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা