Saheb Chatterjee: বোনকে হারালেন অভিনেতা, সাহেব চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কাড়ল সকলের

Published : Sep 13, 2023, 03:27 PM IST
Saheb Chatterjee

সংক্ষিপ্ত

সদ্য নিজের বোনকে হারান তাঁর অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় জানান সে কথা।

খারাপ সময় চলছে সাহেব চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার রাতে এক পোস্ট করলেন সাহেব। যা নজর কাড়ল সকলের। তাঁর দুঃখে শোকাহত সকলে। সদ্য বোনকে হারালেন সাহেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাত ১টায় সময় মৃত্যু হয় তাঁর বোনের। কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন নায়ক। সে সময়ই ঘটে অঘটন। রক্ত জোগাড় করতে পোস্ট করেছিলেন। পরের দিন জানান খারাপ কথা। বুধবার জানান, প্রয়াত হন তাঁর ঘনিষ্ঠ একজন। সদ্য নিজের বোনকে হারান তাঁর অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় জানান সে কথা।

 

মঙ্গলবার রাতে একটি পোস্ট করেন সাহেব চট্টোপাধ্যায়ের। সেখানে একজন ব্লাড ডোনার চান অভিনেতা। লিখেছিলেন, নমস্কার আমি শাহেব চট্টোপাধ্যায়। দ্রুত সাহায্য চাই। আমার ছোট বোন হসপিটালে। খুব ক্রিটিকাল। আমার ব্লাড ডোনারের প্রয়োজন। এ পজেটিভ প্লেটলেট ডোনার। সুগার থাকবে হবে না। থাইরয়েড থাকলেও হবে না। ৪০ বছরের মধ্যে দাতা চান তিনি। এই পোস্টে নিজের ফোন নম্বর দিয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া পোস্টে জানান, দুদিনের মধ্যে সব শেষ হয়ে গেল। তিনি বুঝতে পারছেন না কীভাবে এমন কান্ড হল। তার মাসির মেয়ের প্রয়াণের কথা জানান। জানান, তাঁরা এক সঙ্গে বড় হয়েছেন। তাঁর একটা দু মাসের মেয়ে আছে। মেয়েকে দেখানোর জন্যই দিল্লি থেকে কলকাতায় এসেছিল। তারপর ডেঙ্গিতে আক্রান্ত হন। মাত্র ৪০ বছর বয়সে তাঁর বোন প্রয়াত হন।

এমন দুঃখের কথা জানান অভিনেতা। বোনের জন্য প্রয়াণের কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা। মঙ্গলবার তাঁর বোনের রক্তের জন্য ডোনার চেয়ে পোস্ট করেছিলেন অভিনেতা। তা দ্রুত ভাইরাল হয়। তা নজর কাড়ে সকলের। তবে নিজের বোনের প্রয়াণের কথা পোস্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। কিন্তু, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বুধবার ভোরে আমার বোনকে আমরা হারিয়েছিল।’

এবার খারাপ খবরের কারণে খবরে এলেন অভিনেতা। সকলের নজর কাড়ল তাঁর বোনের কথা। ডেঙ্গুতে প্রয়াত হল অভিনেতার বোন। মাত্র ৪০ বছর বয়সে তাঁর বোন প্রয়াত হন। সে কথা জানান অভিনেতা। যা নজর কেড়েছে সকলের। এমন দুঃখের কথা শুনে শোকাহত সকলে। এমন অকাল প্রয়াণের খবর শুনে সকলে হতাশা প্রকাশ করেছেন সকলে। আত্মার শান্তি কামনা সকল অভিনেতার সকল পরিচিত ব্যক্তি। 

 

আরও পড়ুন

Iman Chakraborty: ৩৪-এ পা দিলেন ইমন চক্রবর্তী, জন্মদিন শুরু করলেন একেবারে অন্যভাবে

Birthday: ৩-এ পা দিল ইউভান, পালিত হল রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের জন্মদিন

Ananya Pandey: অবশেষে পা দিলেন ১০০ কোটির ঘরে, আয়ুষ্মান খুরানার হাত ধরে স্বপ্ন সত্যি হল অনন্যার

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?