শনিবার সন্দেশ পত্রিকার ১১০ বছর উপলক্ষ্যে আইসিসিআর এর স্পাইসেস এন্ড সসেস ক্যাফেতে প্রকাশিত হলো এই বিশেষ ক্যালেন্ডার। উপস্থিত ছিলেন পত্রিকার বর্তমান সম্পাদক সন্দীপ রায়,প্রকাশক অমিতানন্দ দাশ, বিশিষ্ট আর্কাইভিস্ট দেবজিৎ বন্দোপাধ্যায়-সহ অনেকে।
১১০ বছরে পা দিল সন্দেশ পত্রিকা। এই উপলক্ষ্যে রায় বাড়ির চার প্রজন্মের কাজ একত্রিত করে প্রকাশ করলেন সন্দীপ রায়। দ্যা ড্রিমার্স মিউজিক পি.আর এজেন্সি এর দশ বছরের ক্যালেন্ডারে এবার থাকছে সন্দেশ পত্রিকার প্রচ্ছদ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে সুকুমার রায়, সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের হাতে তৈরি প্রচ্ছদ দিয়ে তৈরি হল এই ক্যালেন্ডার। যদিও রায় পরিবার ছাড়াও প্রচ্ছদ অলংকরণ করেছেন অনেকেই তবে রায় পরিবারের চার প্রজন্ম এতে নিয়োজিত থেকেছেন বিশেষ ভাবে। তাই পত্রিকার ১১০ বছরে বিশেষ সম্মান প্রদান শতাব্দি প্রাচীন এই পত্রিকাকে।
শনিবার সন্দেশ পত্রিকার ১১০ বছর উপলক্ষ্যে আইসিসিআর এর স্পাইসেস এন্ড সসেস ক্যাফেতে প্রকাশিত হলো এই বিশেষ ক্যালেন্ডার। উপস্থিত ছিলেন পত্রিকার বর্তমান সম্পাদক সন্দীপ রায়,প্রকাশক অমিতানন্দ দাশ, বিশিষ্ট আর্কাইভিস্ট দেবজিৎ বন্দোপাধ্যায়, বিশিষ্ট সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়,জিনিয়াস কিডস এর বিকাশ কুমার সিং,দ্যা ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ প্রমুখ। সন্দেশ পত্রিকার বিবর্তন, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা চলে এই সভায়। এদিন দ্যা ড্রিমার্স মিউজিক পি.আর এজেন্সির এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে সন্দীপ রায় বলেন,' খুবই ভালো উদ্যোগ সন্দেশের ১১০ বছরকে স্মরণ করা ক্যালেন্ডারের মাধ্যমে। ছোটোদের পত্রিকা বলতে সন্দেশের কথা অনস্বীকার্য।দিকপাল সব লেখকদের কাজে বছরের পর বছর সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা। একশো বছর পেরিয়েও এখনো প্রকাশিত হচ্ছে। এই ক্যালেন্ডারে বেশ কিছু প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে যা এই পত্রিকার গৌরবের দিনগুলোকে স্মরণ করায়।'
১৯১৩ সালে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর হাত ধরে এই পত্রিকার যাত্রা শুরু। প্রকাশক ছিলেন ইউ. রায় এন্ড সন্স। ১৯২৯ ও ১৯৩৪ সালে দু'বার বন্ধ হয়ে গিয়েছিল এই পত্রিকা। সত্যজিৎ রায়ের হাত ধরে পত্রিকার নতুন রূপে পথ চলা শুরু ১৯৬১ সালে। সেই সময় সহ সম্পাদক ছিলেন বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়।
আরও পড়ুন -
'বাঘাযতীন'-এর প্রথম লুকে নজর কাড়লেন সাংসদ-তারকা দেব, ছবির নায়িকা কে জানেন?
বাস্তবের প্রেমের গল্প পর্দায়, সরস্বতী পুজোর আগে দর্শকদের 'দিল খুশ'
ছোট্ট আদিদেবের ৪-এ পা, কী কী আয়োজন করলেন মা সুদীপা? জানালেন ‘রান্নাঘর’-এর কর্ত্রী