Rituparno Ghosh: পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে রইল তাঁর সেরা কয়টি কাজের হদিশ, রইল তালিকা

আজ রইল তাঁর কয়টি ছবির কথা। যা ব্যাপক সফল হয়েছিল। স্থান পেয়েছিল দর্শক মনে।

 

Sayanita Chakraborty | Published : Aug 31, 2023 6:51 AM IST

৩১ অগস্ট ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন ঋতুপর্ণ ঘোষ। ২০১৩ সালে ৩০ মে প্রয়াত হন তিনি। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন পরিচালক। তিনি সারা জীবন ধরে একের পর এক সাধারণ সৃষ্টি করে গিয়েছেন। তাঁর পরিচালিত নির্মিত বহু ছবিই কম বেশি সফল হয়েছে। আজ রইল তাঁর কয়টি ছবির কথা। যা ব্যাপক সফল হয়েছিল। স্থান পেয়েছিল দর্শক মনে।

হীরের আংটি

Latest Videos

১৯৯২ সালে মুক্তি পায় হীরের আংটি। এটি তাঁর প্রথম পরিচালিক ছবি। বসন্ত চৌধুরী, প্রদীপ মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, মুনমুন সেন, সুমন্ত মুখোপাধ্যায় অভিনয় করেন।

উনিশে এপ্রিল

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল উনিশে এপ্রিল। মা ও মেয়ের সম্পর্কের এক বিশেষ রসায়ন ফুটে উঠেছিল ছবিতে। আজও ছবিটি হিট বাংলা ছবির তালিকায় স্থান পায়। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে খ্যাতি পান ঋতুপর্ণ ঘোষ।

দহন

১৯৯৭ সালে মুক্তি পায় দহন। ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণ সেনগুপ্তকে। ছবিটি সুচিত্রে ভট্টাচার্য রচিত উপন্যাস অবলম্বনে তৈরি। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি।

উৎসব

২০০০ সালে মুক্তি পায় উৎসব। ছবিটি ঋতুপর্ণ ঘোষের আরও এক গুরুত্বপূর্ণ ছবি। ছবিতে মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ সেনগুপ্ত, মমতা শঙ্কর, অর্পিতা পালের মতো তারকারা ছবিতে অভিনয় করেন।

চিত্রাঙ্গদা

ঋতুপর্ণ ঘোষের আরও এক গুরুত্বপূর্ণ ছবি হল চিত্রাঙ্গদা। ছবিতে ঋতুপর্ণ ঘোষ এই ছবিতে অভিনয়ও করেছেন। দর্শকেরা তাঁর অভিনয় দেখার সুযোগ পান।

এদিকে দেখতে দেখতে পার হল ১০টা বছর। মে মাসে প্রয়াত হয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। মাত্র ৪৯ বছর বয়সে নিভে গিয়েছিল প্রদীপ। তাঁর এই কম দিনের কেরিয়ারেই তিনি পূর্ণ করেছেন চলচিত্র ভান্ডার। কিন্তু, ২০১৩ সালে হঠাৎ প্রয়াত হন তিনি। এবছর পরিচালকের মৃত্যু বার্ষিকীতে তাঁকে দেওয়া হয় বিশেষ শ্রদ্ধার্ঘ্য। এই বিশেষ দিন থেকে ওটিটি-তে মুক্তি পায় ‘সন্ধ্যের পাখি- বার্ড অফ ডাস্ক’। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘সন্ধ্যের পাখি- বার্ড অফ ডাস্ক’। এবার ওটিটি-তে আসে ছবিটি। একাধিক টলিউড সেলেবের স্মৃতিচারণায় উঠে এসেছে ঋতুপর্ণ ঘোষের কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাস, অর্জুন রামপাল থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের স্মৃতিচারণা রয়েছে এই ডকুমেন্টরিতে। আছে ঋতুপর্ণ ঘোষের সাক্ষাৎকার। সে যাই হোক, আজ বিখ্যাত পরিচালকের জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য।

 

আরও পড়ুন

ছবিতে নয় বাস্তবে জনসমক্ষে চড় খেয়েছেন এই সকল বলিউড সেলেব, দেখে নিন তালিকায় কে কে আছেন

Raksha Bandhan 2023: সানি লিওন থেকে অর্জুন কাপুর- দেখে নিন কোন সেলেবের রাখি উৎসব কাটল কেমন ভাবে, রইল ছবি

Sanjay Leela Bhansali: তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, সত্যিই কি জুটি বাঁধবেন সলমন খান ও আলিয়া ভাট?

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি