Jaya Ahsan: প্রিন্টেড পোশাকে ভাইরাল জয়ার হট লুক, নায়িকার চোখের ইশারায় ঘুম উড়ল ভক্তদের

Published : Jul 05, 2023, 03:54 PM ISTUpdated : Jul 05, 2023, 04:00 PM IST

সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবির শেয়ার করেছেন জয়া। সেখানে প্রিন্টেড পোশাকে দেখা যাচ্ছে জয়াকে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। যা মুহূর্তে হল ভাইরাল। নায়িকার চোখের ইশারায় ঘুম উড়ল ভক্তদের।

PREV
110
জয়া এহসান

সাদার ওপর বিভিন্ন রঙের প্রিন্ট। এমন প্রিন্টেড ট্রাউজার আর কোট পরেছেন জয়া। সঙ্গে পরেছেন মেরুন নুডুল স্ট্যাপ ক্রপ টপ। এর ওপর পরেছেন প্রিন্টড জ্যাকেট। পায়ে স্নিকার্স। এমন সাজে দেখা গেল জয়া এহেসানকে।

210
জয়া এহসান

হালকা মেকআপ ও কানে মানানসই দুল। এমন সাজে জানলার ধারে দাঁড়িয়ে জয়া। স্টাইল করে পোজ দিয়েছেন নায়িকা। সদ্য এমন সাজে ছবি পোস্ট করে খবরে এলেন জয়া। এই ছবি পোস্ট করার পরই মুহূর্তে তা হয়েছে ভাইরাল।

310
জয়া এহসান

একের পর এক কমেন্ট করেছেন তার ভক্তরা। কেউ তাঁকে ভালোবাসা জানিয়েছেন। কেউ জানিয়েছেন সম্মান। তেমনই কেউ লিখেছেন অসাধারণ তো কেউ লিখেছেন লাভলি। আবার কেউ বিয়ের প্রস্তাব গিয়েছেন তাঁকে। আবার কেউ তার পোশাকের প্রশংসা করেছেন।

410
জয়া এহসান

তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার নিজের হট ছবি পোস্ট করে খবরে এসেছেন জয়া। তাঁর এমন ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। একবার এমন লাল পিঠ খোলা পোশাকে দেখা গিয়েছিল জয়াকে। এমন লং ড্রেস পরে ফোটোশ্যুট করিয়েছিলেন নায়িকা। 

510
জয়া এহসান

কমলা এমন পোশাকের দেখা দিয়েছিলেন জয়া। কমলা ট্রাউজার ও টপ পরেছিলেন। সঙ্গে ভিতরে পরেছিলেন কালো ব্রা। যা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজন। ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিন সুন্দরীকে। 

610
জয়া এহসান

একবার এমনকালো ড্রেসে আকর্ষণীয় সাজে দেখা দেন জয়া। চোখে ছিল গাঢ় মেকআপ। ছবিতে স্পষ্ট ছিল তাঁর ক্লিভেজ। এই ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল নায়িকাকে।

710
জয়া এহসান

এমন প্রিন্টেড শার্ট ড্রেসে একবার নেটিজেনদের নজর কাড়েন বাংলাদেশের এই সুন্দরী।  স্কাই রঙের শর্ট শার্ট ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে পরেছিলেন ওভার সাইজ চশমা। এই ছবিতে তাঁর হট লুকে ঘুম উড়েছিল সকলের।

810
জয়া এহসান

কালো রঙের ব্রা, কালো ট্রাউজার ও প্রিন্টেড জ্যাকেটে দেখা গিয়েছিল জয়াকে। এক সময় ভাইরাল হয় এই ছবি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই ছবি। ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। তাঁর আকর্ষণীয় লুক নজর কেড়েছিল সকলের।

910
জয়া এহসান

বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত নায়িকা। শোনা যাচ্ছে শুভশ্রীর বদলে তাঁকে দেখা যাবে সৃজিতের ছবিতে। সদ্য দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করেছেন শুভশ্রী। 

1010
জয়া এহসান

সম্ভবত সেই কারণে ছবি থেকে বাদ পড়েছেন তিনি। এবার শুভশ্রীর বদলে সৃজিতের দশম অবতার ছবিতে দেখা যাবে জয়াকে। 

click me!

Recommended Stories