গীতাকে টপকে এগিয়ে গেল ফুলকি! দেখে নিন টিভি সিরিয়ালের রেটিং যুদ্ধে কে এগিয়ে?

এই সপ্তাহে টিভি সিরিয়ালের রেটিং যুদ্ধে ফুলকি টপকে গেল গীতাকে। আন্দোলনের মধ্যেও টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে ফুলকি এগিয়ে। প্রথম তিনে রয়েছে ফুলকি, গীতা এলএলবি, নিম ফুলের মধু।

আরজি কর আবহে প্রভাব পড়েছে টেলিভিশন সিরিয়ালের রেটিং-এ। চারিদিকে চলছে আন্দোলন। সাধারণের সঙ্গে সিরিয়ালের কলাকুশলীরাও পা মিলিয়েছেন আন্দোলনে। তেমনই সকলেই এখন সিরিয়াল অর্থাৎ বিনোদনের বদলে খবরে মন দিয়েছেন। কিন্তু, এরই মাঝেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে গীতাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল ফুলকি। দেখে নিন এই সপ্তাহে সেরা ২০ তালিকায় কে কে আছে।

প্রথম স্থানে আছে ফুলকি। সিরিয়ালের রেটিং ৭.৩।

Latest Videos

দ্বিতীয় স্থানে আছে গীতা এলএলবি। সিরিয়ালের রেটিং ৭.১।

তৃতীয় স্থানে আছে নিম ফুলের মধু। সিরিয়ালের রেটিং ৬.৮।

চতুর্থ স্থানে আছে কথা। সিরিয়ালের রেটিং ৬.৪।

পঞ্চম স্থানে আছে জগদ্ধাত্রী/উড়ান/ শুভ বিবাহ। সিরিয়ালের রেটিং ৬.২।

ষষ্ঠ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে/ রোশনাই। সিরিয়ালের রেটিং ৬.১।

সপ্তম স্থানে আছে অনুরাগের ছোঁয়া, হরগৌরীর পাইস হোটেল। সিরিয়ালের রেটিং ৫.২।

অষ্টম স্থানে আছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। সিরিয়ালের রেটিং ৫.০।

নবম স্থানে আছে বঁধুয়া/ মিঠিঝোর। সিরিয়ালের রেটিং ৪.৯।

দশম স্থানে আছে কে প্রথম কাছে এসেছি। সিরিয়ালের রেটিং ৪.৪।

এবার টপ ১০ সিরিয়ালের লিস্টে স্থান পেয়েছে ১৪টি মেগা সিরিয়াল। পঞ্চম স্থানে তিনটি ও ষষ্ঠ স্থানে দুটি মেগা সিরিয়াল জায়গা পেয়েছে। এসপ্তাহে শীর্ষ স্থানে জায়গা করে নিল ফুলকি। ৭.৩ ছিল এই সিরিয়ালের রেটিং। আর শেষ স্থানে আছে কে প্রথম কাছে এসেছি। এই সিরিয়ালের রেটিং ৪.৪। এদিকে গীতকে হারিয়ে বেঙ্গল টপার হল ফুলকি। প্রথম তিন সিরিয়ালে স্থান পেল ফুলকি, গীতা এলএলবি, নিম ফুলের মধু।

 

Share this article
click me!

Latest Videos

মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today