'ফুলকি'কে হারিয়ে 'কথা' ধরে রাখল শীর্ষস্থান, জেনে নিন বাকি কোন সিরিয়াল কোন স্থানে, রইল TRP তালিকা

টানা সাত দিনের লড়াইয়ে কথা সিরিয়াল জয়ী হয়েছে। ফুলকি, গীতা এলএলবি, উড়ান ও পরিণীতা একই রেটিং পেয়েছে। জগদ্ধাত্রী, আনন্দী ও রাঙামতী তিরন্দাজ পরবর্তী স্থানে রয়েছে।

টানা সাত দিনের লড়াইয়ে এবারও জয় পেল কথা। টানা কয়েক সপ্তাহ ধরে শীর্ষে ছিল ফুলকি। গত সপ্তাহে সেই ধারা ভেঙে প্রথম স্থানে ছিল কথা। এবার ফের নিজের জায়গা ধরে রাখতে সফল হল কথা। এবার কথা সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। তেমনই ফুলকির প্রাপ্ত নম্বর ৭। দ্বিতীয় স্থানে আছে ফুলকি। আবার এই একই নম্বর পেয়ে ফুলকির পাশে জায়গা করে নিল গীতা এলএলবি, উড়ান ও পরিণীতা। দেখে নিন কোন সিরিয়ালের রেটিং কত।

প্রকাশ্যে আসা টিআরপি রেটিং-র তালিকা বলছে এবার প্রথম স্থান পেল স্টার জলসা চ্যানেলের কথা। সিরিয়ালের রেটিং ৭.৫। যা গত সপ্তাহে ছিল ৭.২। দ্বিতীয় স্থান পেল জি বাংলা চ্যানেলের ফুলকি। সিরিয়ালের রেটিং ৭.০। যা গত সপ্তাহে ছিল ৬.৯। একই স্থানে আছে স্টার জলসার গীতা এল এলবি। রেটিং ৭.০। গত সপ্তাহে রেটিং ছিল ৭.০। আছে পরিণীতা। জি বাংলা সিরিয়ালের রেটিং ৭.০। গত সপ্তাহে রেটিং ছিল ৭.০। উড়ানও আছে দ্বিতীয় স্থানে। এই সিরিয়ালের রেটিং ৭.০। গত সপ্তাহে ছিল ৬.৯।

Latest Videos

এই সপ্তাহে তৃতীয় স্থান পেল জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৬.৯। যা গত সপ্তাহে ছিল ৬.৯। চতুর্থ স্থান পেল জি বাংলা চ্যানেলের আনন্দী। সিরিয়ালের রেটিং ৬.৮। যা গত সপ্তাহে ছিল ৬.৪। পঞ্চম স্থান পেল স্টার জলসার চ্যানেলের রাঙামতী তিরন্দাজ। সিরিয়ালের রেটিং ৬.৭। যা গত সপ্তাহে ছিল ৬.৬। সব মিলিয়ে এবারের সপ্তাহও ছিল জমজমাট। এবার প্রথম স্থান পেল ফুলকি। 

 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল