টানা সাত দিনের লড়াইয়ে এবারও জয় পেল কথা। টানা কয়েক সপ্তাহ ধরে শীর্ষে ছিল ফুলকি। গত সপ্তাহে সেই ধারা ভেঙে প্রথম স্থানে ছিল কথা। এবার ফের নিজের জায়গা ধরে রাখতে সফল হল কথা। এবার কথা সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। তেমনই ফুলকির প্রাপ্ত নম্বর ৭। দ্বিতীয় স্থানে আছে ফুলকি। আবার এই একই নম্বর পেয়ে ফুলকির পাশে জায়গা করে নিল গীতা এলএলবি, উড়ান ও পরিণীতা। দেখে নিন কোন সিরিয়ালের রেটিং কত।
প্রকাশ্যে আসা টিআরপি রেটিং-র তালিকা বলছে এবার প্রথম স্থান পেল স্টার জলসা চ্যানেলের কথা। সিরিয়ালের রেটিং ৭.৫। যা গত সপ্তাহে ছিল ৭.২। দ্বিতীয় স্থান পেল জি বাংলা চ্যানেলের ফুলকি। সিরিয়ালের রেটিং ৭.০। যা গত সপ্তাহে ছিল ৬.৯। একই স্থানে আছে স্টার জলসার গীতা এল এলবি। রেটিং ৭.০। গত সপ্তাহে রেটিং ছিল ৭.০। আছে পরিণীতা। জি বাংলা সিরিয়ালের রেটিং ৭.০। গত সপ্তাহে রেটিং ছিল ৭.০। উড়ানও আছে দ্বিতীয় স্থানে। এই সিরিয়ালের রেটিং ৭.০। গত সপ্তাহে ছিল ৬.৯।
এই সপ্তাহে তৃতীয় স্থান পেল জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৬.৯। যা গত সপ্তাহে ছিল ৬.৯। চতুর্থ স্থান পেল জি বাংলা চ্যানেলের আনন্দী। সিরিয়ালের রেটিং ৬.৮। যা গত সপ্তাহে ছিল ৬.৪। পঞ্চম স্থান পেল স্টার জলসার চ্যানেলের রাঙামতী তিরন্দাজ। সিরিয়ালের রেটিং ৬.৭। যা গত সপ্তাহে ছিল ৬.৬। সব মিলিয়ে এবারের সপ্তাহও ছিল জমজমাট। এবার প্রথম স্থান পেল ফুলকি।