একটানা তিন সপ্তাহ প্রথম স্থানে ফুলকি, দেখে নিন TRP-র তালিকায় কে কাকে দিল টেক্কা

গত সপ্তাহের টিআরপি রেটিং ঘোষিত হয়েছে। ফুলকি ৭.৭ রেটিং নিয়ে শীর্ষে, জগদ্ধাত্রী ৭.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে। প্রথম পাঁচে রয়েছে গীতা এলএলবি, নিম ফুলের মধু, কথা এবং কোন গোপনে মন ভেসেছে।

চলছে জোড় টক্কর। টিআরপি-র রেটিং-এ কে কাকে টেক্কা দেবে তা নিয়ে সব সময় চলছে প্রতিযোগিতা। এই তালিকায় শীর্ষে স্থান পেতে সারাক্ষণ গল্পে আনছেন পরিবর্তন। তেমনই নতুনত্ব নিয়ে আসা হচ্ছে সিরিয়ালের গল্পে। তেমনই তারকারাও আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সদ্য প্রকাশ্যে এল টিআরপি রেটিং। গত সপ্তাহে কোন সিরিয়াল কাকে টেক্কা দিল তা জানা গেল। প্রকাশ্যে এল ১০টি সিরিয়ালের কথা। টিআরপি-র তালিকায় কোন কোন সিরিয়াল স্থান পেল তা দেখে নিন এক ঝলকে।

প্রথম স্থান পেল ফুলকি। সিরিয়ালের রেটিং ৭.৭।

Latest Videos

দ্বিতীয় স্থান পেল জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৭.০।

তৃতীয় স্থান পেল গীতা এলএলবি। সিরিয়ালের রেটিং ৬.৭।

চতুর্থ স্থান পেল নিম ফুলের মধু এবং কথা। সিরিয়ালের রেটিং ৬.৬।

পঞ্চম স্থান পেল কোন গোপনে মন ভেসেছে। সিরিয়ালের রেটিং ৬.৪।

ষষ্ঠ স্থান পেল উড়ান। সিরিয়ালের রেটিং ৬.১।

সপ্তম স্থান পেল রোশনাই এবং আনন্দী। সিরিয়ালের রেটিং ৫.৮।

অষ্টমী স্থান পেল শুভ বিবাহ। সিরিয়ালের রেটিং ৫.৭।

নবম স্থান পেল তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল। সিরিয়ালের রেটিং ৫.২।

দশম স্থান পেল ডায়মন্ড দিদি জিন্দাবাদ। সিরিয়ালের রেটিং ৫.১।

তালিকা বলছে ফুলকি, জগদ্ধাত্রী, গীতা এলএলবি, নিম ফুলের মধু, কথা এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটি স্থান পেয়েছে প্রথম পাঁচ জনের তালিকায়। তেমনই বাকি তালিকা আছে উড়ান, রোশনাই, আনন্দী, শুভ বিবাহ, তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেলের মতো সিরিয়াল। সব মিলিয়ে জমজমাট ছিল এই সপ্তাহ।

 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু