‘অশৌচ পালন হোক, শপিং বন্ধ থাকুক’- পুজো কালেকশনের বিজ্ঞাপন করতেই রোষের মুখে সোহিনী

খ্যাতনামা শাড়ি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। আর সেই বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে আসাতেই নিন্দুকেরা সমালোচনা প্রশ্ন করেন।

 

তারকাদের একাংশ দুর্গাপুজো না করার ডাকও দেন। চাঁদা চাইলে অশৌচ পালন করার নিদানও দেন। যদিও স্বস্তিকা বলেন শিল্পীদের পেটের কথা চিন্তা করা উচিত। সে যাই হোক, এরই মাঝে ট্রোল হলেন সোহিনী সরকার।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে পথে দেখা গিয়েছে সোহিনীকে। বারে বারে প্রতিবাদ করেছেন তিনি। কিন্তু, পেশার খাতিরে এবার পুজো কালেকশনের বিজ্ঞাপনে মুখ দেখান নায়িকা। আর এতেই হল বিপত্তি। বেজায় চোটে গেল নেটিজেনরা। খ্যাতনামা শাড়ি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। আর সেই বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে আসাতেই নিন্দুকেরা সমালোচনা করেন। তাঁকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয়, পুজো উদযাপন কোরো না এবছর, অশৌচ পালন হোক, শপিং বন্ধ থাকুক, এদেশ মা হতে না চাওয়ার ক্ষোভ, এসমস্ত যাবতীয় দাবি তোলার পর এখন কী হল ম্যাম? অশৌচ পালনের পরিবর্তে পুজো কালেকশনের প্রচার করছেন কেন?

Latest Videos

সে যাই হোক, এখনও চলছে প্রতিবাদ। পাড়ার মোড় থেকে বড় রাস্তা- সর্বত্র জমায়েত দেখা যাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও থেকে বের হচ্ছে মিছিল। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই নেমেছেন পথে। সকলেরই দাবি ন্যায় বিচারের। এই কারণে কর্মবিরতি রেখেছেন অনেকে। তেমনই সেলেবরা স্থগিত রেখেছে ছবি মুক্তি। প্রতিদিনই চলছে ন্যায় বিচার পাওয়ার আশায় লড়াই। স্বস্তিকা থেকে ঋতুপর্ণা, সোহিনী থেকে দেব- সকলকে দেখা গিয়েছে প্রতিবাদ মিছিলে। সকল ছোটপর্দা থেকে শুরু করে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মের তারকারা হেঁটেছেন প্রতিবাদ মিছিলে। প্রতিনিয়ত চলছে প্রতিবাদ।  

 

Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury