সোহমের সঙ্গে দেখা করতে শোলাঙ্কি গেলেন মুম্বইয়ে, শুধুই বন্ধুত্ব নাকি গোপনে চলছে প্রেম?

Published : Aug 12, 2023, 09:32 AM IST
Solanki Roy

সংক্ষিপ্ত

মাঝে মধ্যেই শোনা যায় শোলাঙ্কির প্রেমের গুঞ্জন। সদ্য শোনা গিয়েছে, সোহম মজুমদারের সঙ্গে দেখা করতে সুদূর মুম্বই পাড়ি দিয়েছেন শোলাঙ্কি।

ফের খবরে টলি নায়িকা শোলাঙ্কি রায়। এবার কোনও কাজ নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এলেন নায়িকা। ছোটপর্দার সকলের প্রিয় খড়ি নাকি প্রেমে পড়েছেন। এদিকে তিনি বিবাহিত। বিদেশে থাকে তাঁর স্বামী। কিন্তু, তা সত্ত্বেও মাঝে মধ্যেই শোনা যায় তাঁর প্রেমের গুঞ্জন। সদ্য শোনা গিয়েছে, সোহম মজুমদারের সঙ্গে দেখা করতে সুদূর মুম্বই পাড়ি দিয়েছেন শোলাঙ্কি।

সোহম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে তাঁদের। আর ক্যাপশনে সোহম লিখেছেন, দেখুন কে এসেছে এখানে। এরপরই শুরু হয়েছে জল্পনা। বন্ধুত্বের এত টান যে একেবারে মুম্বই যেতে হল শোলাঙ্কিকে। তবে কি কারা কেবলই বন্ধু? নাকি গোপনে চলছে প্রেম? এ প্রসঙ্গে যদিও শোলাঙ্কি কিছু জানাননি। এর আগেও একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল শোলাঙ্কির। তা ছিল নিছক গুজব। তাই এবারও সোহমের সঙ্গে সম্পর্কে কতটা সত্য তা সময় হলে জানা যাবে। আবার অনেকে মনে করছেন, নতুন কাজের সন্ধানে মুম্বই গিয়েছেন নায়িকা। সে যাই হোক, সত্যের অনুসন্ধানে সকলে।

এদিকে গাঁটছড়া থেকে বিদায় নেওয়ার পর ওটিটি-তে পা রাখেন শোলাঙ্কি রায়। ওয়েব সিরিজ কেয়ার অফ চৌধুরী বাড়ি সিরিজে কাজ করছিলেন নায়িকা। শোলাঙ্কি রায় অভিনীত এই সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। কিন্তু, রাহুলের সঙ্গে কাজ করতে গিয়েই ঘটেছিল সমস্যা। যে কারণে তিনি কোনওদিন রাহুলের সঙ্গে কাজ করবেন না বলে জানান। জানা গিয়েছিল, যে পারিশ্রমিকের কথা হয়েছিল শোলাঙ্কি রায়ের সঙ্গে চুক্তিপত্রে তা বদলে যায়। এরই সঙ্গে কাজ করতে গিয়ে, পরিচালকের খারাপ ব্যবহারের কারণে সমস্যায় পড়েন শোলাঙ্কি রায়। তিনি বলেছিলেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায় নাকি সকলে সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন। সে কারণে আর তার সঙ্গে কাজ করতে চান না বলে জানান নায়িকা।

এদিকে ৩০ জুন মুক্তি পেয়েছে শহরের উষ্ণতম দিনে। দীর্ঘ দিন পর বিক্রম চ্যাটার্জ্জী ও শোলাঙ্কি রায়ের সঙ্গে জুটি বাঁধলেন ছবিতে। ৩০ জুন মুক্তি পায় ছবিটি। টলিউডের বেশ পরিচিত মুখ শোলাঙ্কি রায়। ছোট পর্দা, ওয়েব দুনিয়ে ও ছবির পর্দায় প্রায়শই দেখা মেলে তাঁর। সে যাই হোক, আপাতত তিনি ছুটির মেজাজে। সদ্য মুম্বইয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছেন নায়িকা। এর পরই শুপু হয়েছে তাঁর প্রেমের গুঞ্জন। 

আরও পড়ুন

Tiger Shroff: নতুন দিশায় মজেছেন টাইগার, দেখে নিন কার সঙ্গে প্রেম করছেন নায়ক

Poonam Pandey : খোলামেলা পোশাকে মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি পুনম, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

Rani Mukerjee: কোভিডের সময় মিসক্যারেজ হয়েছিল, কঠিন দিনের কথা জানালেন রানী মুখোপাধ্যায়

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার