Raj Chakraborty: ‘সকলের দীর্ঘদিনের আবেদনে ১০ বছর পর আসছে আবার প্রলয়’, বিশেষ বার্তা রাজ চক্রবর্তীর

বলেন, অনেকে এটিকে সিনেমা ভেবে ভুল করছেন। তাদের জানান, ‘এই ছবি হলে নয়, দেখা যাবে মোবাইলে।’

আজ ১১ অগস্ট থেকে শুরু হবে আবার প্রলয় ওয়েব সিরিজের স্ট্রিমিং। তার আগে বৃহস্পতিবার মধ্যরাতে এক বিশেষ বার্তা দিলেন রাজ চক্রবর্তী। তিনি বৃহস্পতিবার একটি লাইভ করেন। সেখানে বললেন, ...রাত ১২টায় আবার প্রলয় আসছে। ২০১৩ সালের ৯ অগস্ট মুক্তি পেয়েছিল প্রলয়। যারা আমার কাজ পছন্দ করেন, আমি যে ধরনের বিনোদন সকলকে দিয়ে থাকি সেগুলো তো এবার থাকছেই, সেই সঙ্গে ভালো গল্প ও অ্যাকশন, কমেডি, রোম্যান্স, গান, সাসপেন্স সবই থাকবে। হিউম্যান ট্রাফিকের ওপর গল্প হলেও এতে রয়েছে অনেক চমক। ১০টা এপিসোডে দেখা যাবে সিরিজ। ১০ বছর ধরে সকলের অনুরোধ ছিল প্রলয় আসুক। অনিমেষ দত্ত আসুক, বিনোদ বিহারী আবার ফিরে আসুক। সবার চাহিদার কথা মাথায় রেখেই আসছে আবার প্রলয়। যদিও এই প্রলয়ের সঙ্গে আগের গল্পের কোনও মিল নেই। শুধুমাত্রা বিনোদ বিহারী এবং অনিমেষ দত্তের চরিত্র দুটি এনে নতুন গল্পের প্রেক্ষাপটে ফেলেছি। তিনি বলেন, অনেকে এটিকে সিনেমা ভেবে ভুল করছেন। তাদের জানান, ‘এই ছবি হলে নয়, দেখা যাবে মোবাইলে।’

প্রেমের জালে ফাঁসিয়ে কীভাবে মেয়েদের পাচার করা হয়, তা নিয়ে তৈরি এই ছবি। ওম্যান ট্রাফিকিং রয়েছে ছবির কেন্দ্রে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত। চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষের মতো তারাকারা।

Latest Videos

গল্পে দেখা যাবে সুন্দরবনের নারী পাচার আটকাতে বদ্ধপরিকর শাশ্বত। এই অন্যায় রুখতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক সত্য। সবার আগে রুবেলের খুনের মামলা আসে তার সামনে। খুনের অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছাবেন সুন্দরবনের এক বাবার কাছে। একে একে খুলবে নানান রহস্যের জট। একটি সমস্যার জট খুলতে গিয়ে একাধিক সমস্যা বেরিয়ে আসবে তা দেখা যাবে। সুন্দরবনের কাহিনি নিয়ে আসছে আবার প্রলয়। ছবির বাড়তি পাওনা খেলা হবে গানটি। রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হল প্রলয়। এক দশক পর আবাও আসছে প্রলয় ছবির সিক্যুয়েল। তবে, এবার বড় পর্দায় নয়, বরং ওটিটিতে মুক্তি পেল আবার প্রলয়। এই ওয়েব সিরিজ জুড়ে রয়েছে অ্যাকশন, রহস্য, খুন-সহ আরও কিছু। এখন দেখার এই ছবি প্রলয় ছবির মতো সফল হয় কি না।

 

আরও পড়ুন

Deepika: অজয় দেবগণের বোন হবেন দীপিকা, রোহিত শেট্টির পরিচালনায় অ্যাকশন করবেন নায়িকা

Gadar 2: ছবির প্রচারে গিয়ে পায়ে চোট পেলেন সানি দেওল, নাচতে গিয়ে ঘটল বিপত্তি

Saswata Chatterjee - 'আবার প্রলয় - বাংলায় ভালো চিত্রনাট্য না পেলে কাজ করবো না' - শাশ্বত

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News