অভিরূপ-জিম ট্রেনার সব এখন অতীত, এবার নাকি এই বিখ্যাত পরিচালকের প্রেমে পড়েছেন শ্রাবন্তী

শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। বিচ্ছেদের জল্পনার মধ্যে শোনা যাচ্ছে স্বনামধন্য এই পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী, কে সেই ব্যক্তি, রইল তার পরিচয়।

 

Web Desk - ANB | Published : Mar 17, 2023 3:27 PM
19

প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না।
 

29

 টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।  তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে তাকে নিয়ে জল্পনা আরও তুঙ্গে। ট্রোলিং যেন পিছু ছাড়ছে না শ্রাবন্তীর। 

39

একদিকে স্বামী রোশন সিংয়ের তৃতীয় বিয়ে ভাঙার মামলা চলছে আদালতে। সূত্র থেকে জানা যাচ্ছে, শিয়ালদহ আদালতে শ্রাবন্তীর স্বামী রোশন সিং রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস-এ একটি মামলা দায়ের করেছেন।  

49

একদিকে স্বামী রোশন সিংয়ের তৃতীয় বিয়ে ভাঙার মামলা চলছে আদালতে। সূত্র থেকে জানা যাচ্ছে, শিয়ালদহ আদালতে শ্রাবন্তীর স্বামী রোশন সিং রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস-এ একটি মামলা দায়ের করেছেন।  শ্রাবন্তীর প্রেমের খবর ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন-আর কতবার মন দেবেন তিনি এভাবে।
 

59

আরবানার বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের চর্চা নতুন নয়। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নিয়ে দুবাই-মলদ্বীপ গিয়েছিলেন শ্রাবন্তী, তবে সেই ছবি প্রকাশ্যে আসেনি। সেই সম্পর্কেও ভাঙন ধরে। তারপরই জিম ট্রেনারের সঙ্গে গুঞ্জন শোনা যায়।
 

69

এবার নাকি পরের ছবি 'দেবী চৌধুরানী'র পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছেন। প্রায়শই নাকি কফি শপে বা অ্যাওয়ার্ড শো দেখা যাচ্ছে তাদের। তবে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের মধ্যে কাজ ছাড়া কোনও সম্পর্ক নেই। যদি গুঞ্জনে তা শোনা যাচ্ছে।
 

79

টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, 'অভিযাত্রিক' পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির নায়িকা শ্রাবন্তী। জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিৎ-এর এই ছবি। 

89

এবার শুভ্রজিতের আগামী ছবি'দেবী চৌধুরানী'র নায়িকা হচ্ছেন  শ্রাবন্তী। জানা গিয়েছে, পরিচালক নাকি সেই প্রস্তাবও দিয়েছেন শ্রাবন্তীকে। তবে পুরো বিষয়টা নিয়ে দুজনেই স্পিকটি নট। গুঞ্জনে এও শোনা যাচ্ছে, শুভ্রজিৎ মিশ্রের সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দুজনে। তারপর থেকে একাধিক ইভেন্টে নজর কেড়েছেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী। 
 

99

অভিনেত্রীর আপকামিং ছবি 'কাবেরী অন্তর্ধান'-এর প্রিমিয়ারে হাজির ছিলেন শুভ্রজিৎ মিত্র। উপস্থিত থাকার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তী। তাই অনেকেই মনে করছেন, শুভ্রজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos