আঁচলের ফাঁকে স্তনের আভাস, নেটপাড়ায় চরম ট্রোলের শিকার অভিনেত্রী সৌমিতৃষা

ছবি পোস্ট করে জনতাদের রোষের মুখে পড়লেন নায়িকা। হট ছবি পোস্ট করে ট্রোলিং-র শিকার সৌমিতৃষা।

মিঠাই হোক কিংবা সৌমিতৃষা নামে সকলের কাছেই জনপ্রিয় তিনি। ছোট পর্দার পরিচিত মুখ তিনি। মিষ্টি এই মেয়েটিকে পছন্দ করেন সকলে। তবে, এবার ছবি পোস্ট করে জনতাদের রোষের মুখে পড়লেন নায়িকা।

সদ্য ধূসর রঙের শাড়িতে দেখা গেল নায়িকাকে। সঙ্গে পরেছিলেন স্লিভলেস ব্লাউজ। আর ছিল ম্যাচিং জুয়েলারি। হালকা মেকআপে দেখা যায় সৌমিতৃষাকে। ছবিতে স্পষ্ট তাঁর বক্ষবিভাজিকা। আঁচলের ভিতর দিয়ে উঁকি দিচ্ছে নায়িকার বক্ষবিভাজিতা। ছবিতে তাঁকে যে হট লাগছে তা বলার অপেক্ষা রাখে না। এরপরই কটাক্ষ শুনতে হল নায়িকাকে। একের পর এক কমেন্ট পড়েছে তাঁর ছবিতে।

Latest Videos

 

 

কেউ লিখেছেন, এই ধরনের ছবি তোমার থেকে কোনও দিন আশা করিনি। শাড়িটা এভাবে পরে ছবি না দিয়েও পারতে। নিজের লুক নিয়ে পরীক্ষা নিরিক্ষা করছ ঠিক আছে। তাই বলে এই রকম কুরুচিকরভাবে নিজেকে প্রেজেন্ট করবে এটা ভাবনি।

আবার অনেকে প্রশংসা করেছেন সৌমিতৃষার এই ছবি। একজন লেখেন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কী বলোতো? মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। কাজ থেকে এসে তোমার মিষ্টি মুখের মনোমুগ্ধ হাসি দেখলে নিমেষেই ক্লান্তি দূরে পালিয়ে যায়। আবার অনেকে তাঁকে সুন্দরী বলেছেন। প্রশংসা করেছেন তাঁর লুকের।

এদিকে দেবের বিপরীতে কাজ করছেন সৌমিতৃষা। সদ্য ফাঁস হয়েছে সেটের ছবি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে ছবিটি। প্রথমবার দেবের সঙ্গে কাজ করবেন মিঠাই। ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় পা রাখতে চলেছেন নায়িকা।

 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

 

আরও পড়ুন

 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar