আজ সোমবার ছিল অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। এই দিন এক বিশেষ পোস্ট করে খবরে এলেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো একটি ছবি। আর সেই প্রয়াত অভিনেতার জায়গায় আছে রাহুলের ছবি। পাশে লেখা, ২৯তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য। ছবির তলায় লেখা চলচ্চিত্র অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। প্রয়াণ ১৭ মার্চ ১৯৯৬।
ইন্টারনেটের দৌলতে হাতের মুঠোয় সারা বিশ্ব হাতের মুঠোয়। এতে সকলের যেমন জ্ঞান বাড়ছে তেমনই চারিদিকে ভুয়ো খবরের রমরমা বেড়েই চলেছে। দেখা দিচ্ছে নানান বিভ্রান্তি। এমনই এক বিভ্রান্তি শিকার হলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারপরেই মুখ খুলেছেন রাহুল।
আসলে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত মেঘে ঢাকা তারা ছবিতে অনিল চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন রাহুল। সেই ছবির দৃশ্য়ই আজ ভাইরাল হয়েছে। সকলে মনে করছেন, হয়তো এই ছবির অনিল চট্টোপাধ্যায়ের কারণেই হয়েছে বিভ্রান্তি। এই প্রসঙ্গে তিনি এক সংবাদমাধ্যমে বিশেষ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সার্চ ইঞ্জিনের সমস্যা। আমার ছবি যেই চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমাকেই অনিল চট্টোপাধ্যায় বলে ধরে নেওয়া হয়েছে।’
অভিনেতা আরও জানালেন, এই ছবি দেখার পর তাঁর মা খুবই রেগে গিয়েছেন। পরিচিতরাও রাহুলকে ওই ছবি পাঠিয়ে সতর্ক করেছেন। কিন্তু রাহুল কথায়, ‘আমার বেশ মজা লেগেছে। কোনও কিছু না ভেবে কী ভাবে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা দেখেও আমি হতবাক।’ রাহুল আরও বলেন, ‘সেটা আমার বেশ ভালোই লাগে। কিন্তু, তার মানে তাঁর কাজের সঙ্গে আমার তুলনা করা উচিত নয়।’
জানালেন, চেহারাগত সাদৃশ্যের কারণেই কমলেশ্বর তাঁকে নিজের ছবিতে নির্বাচন করেছিলেন। রাহুল জানালেন, ‘তিনি নিজে অনিলের অনুরাগী।’ তাঁর কথায়, ‘খুব বড় অভিনেতা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা তপক সিংহের মতো পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। আমার মনে হয়, আর একটু সাবধানে ছবি খুঁজে ব্যবহার করা উচিত।’