আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় জুটছে না কাজ, বিস্ফোরক মন্তব্য শ্রীলেখা মিত্রের

আরজি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে প্রতিবাদ করায় কাজ হারানোর অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে কথা বলায় তাঁকে বিজ্ঞাপনের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

অগস্টের শুরু দিকে আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল সর্বত্র। পথে নেমেছিলেন ডাক্তার থেকে সাধারণ মানুষ। তেমনই প্রতিবাদ করেছিলেন সেলিব্রিটিরা। এবার সেই প্রতিবাদ করার কারণে একের পর এক কাজ হারাচ্ছেন টলি তারকা।

সদ্য প্রকাশ্যে এল শ্রীলেখা মিত্রর মন্তব্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় জুটছে না কাজ- এমনটাই জানান নায়িকা। তিনি বলেন, আমি একটু বেশিই জোরালো প্রতিবাদ করেছি। অবশেষে তার ফলাফল পেলাম। দু- দুটো বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়ে গেল। ক্লায়েন্ট যোগাযোগ করেছিলেন এজেন্সির সঙ্গে। এজেন্সির যিনি প্রতিনিধি তিনি আমাকে পছন্দ করেন। চেয়েছিলেন, কাজটা আমিই করি। কিন্তু, তাঁরও তো কোথাও বাধা রয়েছে। বললেন, দিদি, আরজি কর কাণ্ডে তোমার বক্তব্য তোমার বিরুদ্ধে গিয়েছে। তুমি সরকারের বিরোধিতা করেছ। তোমাকে দিয়ে কাজ না করানোর নির্দেশ এসেছে।

Latest Videos

তিনি আরও বলেন, আমি এই ধরনের ঘটনায় বিচলিত হই না। কোনও কালেই মধু মাখিয়ে কথা বলতে পারি না। বাকিরা যতটা না মনেক গভীর থেকে মৃতা চিকিৎসকের জন্য বিচের চেয়েছেন, আমার চাওয়া ছিল আরও গভীর। আমার বক্তব্য ছিল পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর এই দুই পদে আছেন মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছিলেন। আর সেটাই হয়েছিল কাল। সেই দোষেই কাজ পাচ্ছেন না নায়িকা। এমনই মন্তব্য তাঁর।

সব মিলিয়ে ফের খবরে এলেন নায়িকা। আবারও আরজি কর কাণ্ড তৈরি করল বিতর্ক।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
ফের চালু আমদানি রপ্তানি! অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললেন সীমান্ত বাণিজ্যিকরা | North 24 Parganas News
Chinmay প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশন অভিযান Suvendu-দের, দেখুন ভিডিও