বিতর্কে প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, বিশেষ মন্তব্য করলেন টলি সুন্দরী শ্রীলেখা মিত্র

প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা সাংবাদিক। ইন্টারভিউ নিতে গেলে তাঁর কোলে বসে পড়েন বাম নেতা, এমনটাই অভিযোগ।

সংবাদের শিরোনামে বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক। তিনি দাবি করেছেন তিনি হেনস্থার শিকার হয়েছেন। তন্ময় বাবুর ইন্টারভিউ নিতে গিয়েছিলেন ওই সাংবাদিক, সেখানেই বাম নেতা তাঁর কোলে বসে পড়েন বলে অভিযোগ। সেই সাংবাদিক বলেন, ‘এরাই আসলে সম্ভাব্য ধর্ষক, চিনে রাখা দরকার’।

এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। একাধিক ব্যক্তি এই বিষয় মন্তব্য করেন। এবার নাম না করে মন্তব্য করলেন শ্রীলেখা।

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা নাম না করেই লেখেন, ‘অভিযুক্ত না কি দোষী… দল সাসপেন্ড কিন্তু করল।’

আরও একটি পোস্ট শেয়ার করেন ফেসবুকের দেওয়ালে তাতে লেখা রয়েছে, অভিযোগ হলেই সে অভিযুক্ত নয়।- এটা যারা বিশ্বাস করেন, এবার তারা কী বললেন দেখা যাক। নিজের বেলার আঁটিসাঁটি পরের বেলায় দাঁতকপাটি- এটা হয় না। আমরা কিন্তু বরাবরই বিশ্বাস করি অভিযোগ যার নামে, সে অবশ্যই অভিযুক্ত।

এই বিষয় অবশ্য বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, আমি সবার সঙ্গে ইয়ার্কি করে থাকি। আগে ওই মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি আগেও ইয়ার্কি করেছি। কিন্তু, আজকে হঠাৎ কী হল আমি জানি না। একটা বাচ্চা মেয়ে। ওকে আমি মা বলে ডাকি। ও একথা বলবে ভাবতে পারছি না।

সে যাই হোক, আপাতত খবরের শিরোনামে প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি সত্যিই রসিকতা করেছিলেন নাকি পিছনে ছিল আলাদা উদ্দেশ্য তা সময় হলেই বোঝা যাবে। 

Share this article
click me!

Latest Videos

'মমতাকে না সরালে বাংলায় হিন্দুদের চরম পরিণতি হবে' থানা থেকে ছাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ সুকান্তর
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী