এবার পুজোয় ফের 'টেক্কা' দেবেন সৃজিত! নতুন টিজারে থাকল একের পর এক চমক, দেখলে তাক লেগে যাবে

এবার পুজোয় ফের 'টেক্কা' দেবেন সৃজিত! নতুন টিজারে থাকল একের পর এক চমক, দেখলে তাক লেগে যাবে

"এবার ভয়ঙ্কর খেলা হবে" এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। এবার দেব দিলেন বিড়াট চমক। সামনে এল 'টেক্কা'র টিজার। টিজারেই বাজিমাত করে দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'। এই ছবিতে একেবারে সাদামাটা অবতারে দেখা দিচ্ছেন দেব। গালে দাড়ি, ছাপোষা চেহারায় দেখা যাবে তাঁকে। টিজারে দেবকে বলতে শোনা গেল, “পৃথিবীর সবথেকে বড় অবরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।"

অন্যদিকে ছবিতে যে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুক্মিণী ও স্বস্তিকাকে। তা বোঝা যাচ্ছে টিজার দেখেই। সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়েরাও কেতাদুরস্ত। প্রতিটা চরিত্র স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ, টিজারেই বুঝিয়ে দিলেন পরিচালক। এই ছবিতে দেবের চরিত্রের নাম ইকলাখ। এক শিশু কন্যাকে স্কুল থেকে অপহরণ করে সমাজের উঁচুতলার মানুষদের কাছ থেকে প্রতিশোধ নিতে চলেছে ইকলাখ। তবে চেহারা দেখে দেবের এই চরিত্র ধরতেই পারবেন না দর্শকরা।

Latest Videos

এই অপহরণ করা শিশুটিকে বাঁচাতেই মাঠে নামতে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে।অন্যদিকে অত্যন্ত আবেগপ্রবণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এখানেই থেমে নেই এই ছবিতে একটা বড় চমক দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। কানাঘুঁষো শোনা গেলেও কি সেই চমক তা জানা যায়নি এখনও। আগামী ৮ অক্টোবর রিলিজ করছে 'টেক্কা' ছবিটি।

                                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News