এবার পুজোয় ফের 'টেক্কা' দেবেন সৃজিত! নতুন টিজারে থাকল একের পর এক চমক, দেখলে তাক লেগে যাবে

এবার পুজোয় ফের 'টেক্কা' দেবেন সৃজিত! নতুন টিজারে থাকল একের পর এক চমক, দেখলে তাক লেগে যাবে

Anulekha Kar | Published : Sep 13, 2024 8:57 AM IST

"এবার ভয়ঙ্কর খেলা হবে" এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। এবার দেব দিলেন বিড়াট চমক। সামনে এল 'টেক্কা'র টিজার। টিজারেই বাজিমাত করে দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'। এই ছবিতে একেবারে সাদামাটা অবতারে দেখা দিচ্ছেন দেব। গালে দাড়ি, ছাপোষা চেহারায় দেখা যাবে তাঁকে। টিজারে দেবকে বলতে শোনা গেল, “পৃথিবীর সবথেকে বড় অবরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।"

অন্যদিকে ছবিতে যে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুক্মিণী ও স্বস্তিকাকে। তা বোঝা যাচ্ছে টিজার দেখেই। সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়েরাও কেতাদুরস্ত। প্রতিটা চরিত্র স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ, টিজারেই বুঝিয়ে দিলেন পরিচালক। এই ছবিতে দেবের চরিত্রের নাম ইকলাখ। এক শিশু কন্যাকে স্কুল থেকে অপহরণ করে সমাজের উঁচুতলার মানুষদের কাছ থেকে প্রতিশোধ নিতে চলেছে ইকলাখ। তবে চেহারা দেখে দেবের এই চরিত্র ধরতেই পারবেন না দর্শকরা।

Latest Videos

এই অপহরণ করা শিশুটিকে বাঁচাতেই মাঠে নামতে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে।অন্যদিকে অত্যন্ত আবেগপ্রবণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এখানেই থেমে নেই এই ছবিতে একটা বড় চমক দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। কানাঘুঁষো শোনা গেলেও কি সেই চমক তা জানা যায়নি এখনও। আগামী ৮ অক্টোবর রিলিজ করছে 'টেক্কা' ছবিটি।

                                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal
নিরাপত্তা জোরদার বারুইপুর মহকুমা হাসপাতালে, বসবে পুলিশ কিঅস্ক বাড়বে সিসিটিভি | Baruipur News Today |
'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
RG Kar News | 'সন্দীপ ঘোষ আমায় ফোন করেছিল' CBI চলে যেতেই সব বলে দিলেন TMC MLA সুদীপ্ত রায়
অবশেষে ৩০ জনকে নিয়েই নবান্নে বৈঠকে এল ডাক্তাররা, এবার কী স্বাভাবিক হবে পরিস্থিতি? R G Kar Protest