বিবাহবাষিকীতে আবেগঘন পোস্ট চূর্ণী গঙ্গোপাধ্যায়ের, সোশ্যাল মিডিয়ায় ৩০ বছর আগের ছবি পোস্ট করলেন অভিনেত্রী

এক অচেনা নতুন জীবনের দিকে পা বাড়ানোর একটা ছোট্টো মুহূর্ত ভাগ করে নিলেন নেটিজেনদের সঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৩০ বছরের দাম্পত্যের কিছু বিশেষ স্মৃতির কথাও বলেছেন তিনি।

বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ৩০ বছর আগের ছবি পোস্ট করলেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। স্মৃতির পাতা উলটে নিজের মেয়েবেলা ফিরিয়ে আনলেন অভিনেত্রী। ১৬ জানুয়ারি বিয়ের ৩০ বছর পূর্ণ হল চূর্ণী-কৌশিকের। এই উপলক্ষ্যে ৩০ বছর আগে আজকের দিনের সেই স্মৃতিই ফিরিয়ে আনলেন চূর্ণী। সদ্য এমএ পাশ করা সেদিনের সেই যুবতীর এক অচেনা নতুন জীবনের দিকে পা বাড়ানোর একটা ছোট্টো মুহূর্ত ভাগ করে নিলেন নেটিজেনদের সঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৩০ বছরের দাম্পত্যের কিছু বিশেষ স্মৃতির কথাও বলেছেন তিনি।

১৬ জানুয়ারি বিয়ের ৩০ বছর পূর্ণ করলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীতে নেট মাধ্যমে আবেগঘন পোস্ট চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে চূর্ণী লিখলেন,'৩০ বছর আগে আজকের দিন। সামনের অচেনা জীবনের কাছে আত্মসমর্পণের মুহূর্ত। আমি আগের দিনই আমার মাস্টার্স শেষ করেছি। আর তিনি ছিলেন স্কুল শিক্ষক। একটা নতুন বাড়ি। ভয় ভয় সদ্য সিনেমা জগতে পা দেওয়া। তারপর এসেছিল একটা ছোট্টো মূল্যবান জীবন, নাম উজান।'

Latest Videos

বিবাহবার্ষিকীর একদিন আগেই পারিবারিক অনুষ্ঠানে মেতেছিলেন কৌশিক-চূর্ণী-উজান। নেটমাধ্যমে ছবি পোস্ট করে শুভেচ্ছাও জানান উজান গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় মা-বাবার বিয়ে চাক্ষুশ করা সুযোগ পেয়ে আপ্লুত উজান। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'অ্যালবামে নয়, মা বাবার বিয়ে চোখের সামনে প্রথমবার দেখার সুযোগ টা এত সুন্দর ভাবে তৈরি করার জন্য ডক্টর রায়ের পরিবারকে অনেক আদর।'

আরও পড়ুন - 

'কাজের প্রতিই আমি কমিটেড,ঘেন্না করি পুরুষদের', মধুমিতার মন্তব্যে শোরগোল নেটদুনিয়ায়

'আমি তোমার ছেলে হিসেবে অনেক গর্বিত', মায়ের জন্মদিনে আদুরে ছবি পোস্ট দেবের

চিনতে পারছেন টলিপাড়়ার বার্বিগার্ল-কে, ভিডিও পোস্ট করতেই জুটল 'কার্টুন'-এর তকমা

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?