- Home
- Entertainment
- Bengali Cinema
- 'কাজের প্রতিই আমি কমিটেড,ঘেন্না করি পুরুষদের', মধুমিতার মন্তব্যে শোরগোল নেটদুনিয়ায়
'কাজের প্রতিই আমি কমিটেড,ঘেন্না করি পুরুষদের', মধুমিতার মন্তব্যে শোরগোল নেটদুনিয়ায়
টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মধুমিতার সরকারের নতুন ছবি দিলখুশ। এই ছবি নিয়ে মধুমিতার মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।
- FB
- TW
- Linkdin
আবারও শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। হট অবতারে দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা।
ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার পাখি । টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে। হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা।
আর মাত্র কয়েকদিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মধুমিতার সরকারের নতুন ছবি দিলখুশ। এই ছবিতে মধুমিতার সঙ্গে সোহম মজুমদারকে দেখা যাবে। এই ছবি নিয়ে মধুমিতার মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।
প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, ২০২৩ সালটা ভীষণ ভাল আমার জন্য। আমি প্রচন্ড খুশি। ২০২২ সালে আমি যা পরিশ্রম করেছি, সেটার ফল পাওয়ার অপেক্ষা করছি। তবে এর মধ্যেই আমি অল্প অল্প করে ফল পেতে শুরু করেছি।
২০২২ সালে কী কী পরিকল্পনা করেছিলেন মধুমিতা সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, সারাক্ষণ ব্যস্ত থাকতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছি। বিভিন্ন ধরনের কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করছি। সেটা ভাল লাগছে।
নিজের লক্ষ্য নিয়ে মধুমিতা জানান, তার এখনও লক্ষ্য পূরণ হয়নি। তবে তিনি কেবল এগিয়ে চলেছেন। তবে যতটা তাড়াতাড়ি এগোনোর কথা ততটা তাড়াতাড়ি তিনি এগোতে পারছেন না।
হাতে একের পর এক কাজ, তাও কেন এগোতে পারছেন না মধুমিতা। অভিনেত্রী বলেন, বাংলা ছাড়াও অন্য ভাষার ছবিতে কাজ করতে চাই। যদি তা শুরুও হয়ে গেছে। তেলেগু ছবিতে অভিনয় করছেন মধুমিতা সরকার।
তেলেগু ছবি প্রসঙ্গে মধুমিতা জানান, সে এক অন্য জগৎ। এই ছবির জন্য মার্শাল আর্টও শিখতে হয়েছে। এবং যেটা শিখতে আমার দারুণ লেগেছে। ওরা বেশ অনেকদিন সময় নিয়ে কাজটা শিখিয়েছেন।
তবে মার্শাল আর্ট শেখার জন্য একমাস সময় দেওয়া হয়েছিল। এবং এই মার্শাল আর্ট শিখতে গিয়ে কালশিটে পড়ে গিয়েছে শরীরে,এমনকী রক্তও বের হয়েছে বলে জানিয়েছেন মধুমিতা সরকার।
বাংলা , তেলেগুর পর কি বলিউডেও পা রাখবেন মধুমিতা। তার উত্তরে অভিনেত্রী বলেন, তিনি নিজেকে এমনভাবে তৈরি করছেন যাতে সব জায়গা থেকেই তিনি সুযোগ পান। তবে হিন্দিতে একটি কাজ পেয়েছেন। দিলখুশ মুক্তি পাওয়ার পরই কথা বার্তা এগোবেন বলে জানিয়েছেন মধুমিতা।
অভিনয় ছাড়াও লাভ লাইফ নিয়ে চর্চা চলে আসছে মধুমিতাকে নিয়ে। সারাদিন কি কাজ নিয়েই কেটে যায়, নাকি বিশেষ কেউ জীবনে এসেছে। প্রশ্নের উত্তরে মধুমিতা সটান বলেন, কাজের প্রতিই আমি পুরোপুরি কমিটেড। এছাড়াও আমি পুরুষদের ঘেন্না করি। মধুমিতার এই মন্তব্যকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।