Bengali Movie: বাংলাদেশের চেয়ে ভারতীয় ছবিতে কাজ করেই বেশি খুশি নুসরত ফারিয়া?

Published : Sep 03, 2023, 09:12 PM IST
 nusrat faria

সংক্ষিপ্ত

বাংলাদেশ আর ভারতের সিনেমা জগতে কাজ করার মধ্যে যথেষ্ট পার্থক্য খুঁজে পান এই অভিনেত্রী। 

২০১৫ সাল থেকে সিনেমা জগতে পা রেখেছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। তারপর তিনি প্রবেশ করেছেন ভারতের টলিউড জগতেও। আইটেম গানে তাঁর উপস্থিতি খুবই আকর্ষণীয় এবং চমকদার। কিন্তু, বাংলাদেশ আর ভারতের সিনেমা জগতে কাজ করার মধ্যে যথেষ্ট পার্থক্য খুঁজে পান এই অভিনেত্রী। 


একটি বাংলাদেশি সংবাদমাধ্যমের কাছে নুসরত ফারিয়া বলেছেন যে, বাংলাদেশের পরিচালকরা তাঁকে নিয়ে তুলনামূলকভাবে কিছুটা কম ভাবনাচিন্তা করেন। তাঁরা হয়তো মনে করেন যে, নুসরত খুব সুন্দরী। এই গতে বাঁধা ধারণা থেকে তাঁরা সরতে চান না। ফলে, নুসরতকে ভেঙেগড়ে ভিন্ন ধারায় অভিনয়ের সুযোগ দেওয়া হয় না। 


অন্যদিকে, নুসরতের মতে, কলকাতার পরিচালকরা অনেক ধরনের চরিত্রের জন্য ভাবনাচিন্তা করেন। তবে, ‘পাতালঘর’ সিনেমায় নিজের চরিত্রের জন্য পরিচালক নুর ইমরান মিঠুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরত ফারিয়া। তিনি বলেছেন, "আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম।’’

Bollywood News: আলিয়া ভাটকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ! ফের 'স্পষ্টবক্তা' পরিচালক
ক্যামেরার সামনেই সীমাকে চুমু খেয়ে ফেললেন সচিন, ঘনিষ্ঠ অবস্থায় হেসে গড়িয়ে পড়লেন ভারত-পাকিস্তান জুটি
নুসরত জাহানের সিঁদুর পরা নিয়ে বিতর্ক, ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু রীতি-রেওয়াজে ক্ষুব্ধ নেটিজেনরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার